TRENDING:

২০১৪ নির্বাচনে জেতার জন্য বিজেপি আমাকে ব্যবহার করেছে: আন্না হাজারে

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আহমেদনগর: ২০১৪ সালে লোকসভা নির্বাচনে বিজেপির বিপুল সাফল্যের অন্যতম শ্রেয় যায় সমাজসেবক আন্না হাজারের দিকে অনেকটাই ৷ অন্তত এমনটাই দাবি করেছেন বিশিষ্ট সমাজসেবী আন্না হাজারে ৷
advertisement

গত বুধবার মহারাষ্ট্রের আহমেদনগর জেলায় রালেগন সিদ্ধি গ্রামে অনশনে বসেছেন বিশিষ্ট সমাজকর্মী আন্না হাজারে ৷ এই নিয়ে টানা ছ’দিনে পড়ল তাঁর অনশন ৷ আন্নার দাবি, কৃষকদের সমস্যার সমাধান করতে হবে এবং লোকপাল বিল (জনগণের স্বার্থ রক্ষায় এবং খেটে খাওয়া মানুষের যথার্থতা লাভ করে) ও লোকায়ুক্তের নিয়োগ করতে হবে ৷ সোমবার সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আন্না জানিয়েছেন, ‘হ্যাঁ ৷ ২০১৪ সালে আমার আন্দোলনই বিজেপি এবং আম আদমি পার্টিকে ক্ষমতায় আসতে সাহায্য করেছিল ৷’

advertisement

আরও পড়ুন: ‘সমাজের স্বার্থেই আন্না হাজারে-কে বাঁচান’, মহারাষ্ট্র সরকারের কাছে আর্জি শিবসেনার

গত চার বছর ধরে মিথ্যে বলে চলেছে বিজেপি নেতৃত্ব মহারাষ্ট্র সরকার ৷ এমনটাই দাবি আন্না হাজারে ৷ দেশের সাধারণ মানুষকে ইচ্ছাকৃত ভাবে ভুল পথে চালিত করছে সরকার, এই মুহূর্তে দেশে ‘একনায়কতন্ত্র’ চলছে বলেই দাবি আন্নার ৷

বিজেপি সরকারকে সরাসরি প্রশ্ন ছুঁড়ে দিয়ে আন্না বলেন, ‘আর কতদিন ধরে মিথ্যের উপর চলবে দেশ ? বিজেপি শাসিত সরকার দেশের মানুষকে হতাশ করছে ৷ আমি যেসমস্ত দাবি নিয়ে অনশনে বসেছি ৷ সেই সমস্ত দাবির ৯০ শতাংশই আগেই পূরণ হয়ে গিয়েছে বলে মিথ্যে দাবি করছে মহারাষ্ট্র সরকার ৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

প্রসঙ্গত, আন্না হাজারে যেসমস্ত দাবি নিয়ে প্রতিবাদে অনশনে বসেছেন ৷ সেই সমস্ত দাবি যদি পূরণ না হয় ৷ তাহলে পদ্মভূষণ সম্মান ফিরিয়ে দেবেন বলে মোদি সরকারকে সতর্কও করেছেন আন্না হাজারে ৷

বাংলা খবর/ খবর/দেশ/
২০১৪ নির্বাচনে জেতার জন্য বিজেপি আমাকে ব্যবহার করেছে: আন্না হাজারে