বিজেপি ইস্তাহার কমিটির সভাপতি এনভি প্রভাকর সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন যে কোনও উৎসব ও অন্য প্রয়োজনে গরুর দরকার হয় ও তেলেঙ্গানায় বিজেপি সরকার গঠন হলে গ্রামবাসীদের বিনামূল্যে গরু দান করা হবে ।
তবে গরু ছাড়া অন্য প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে ইস্তাহারে। ভাষাভিত্তীক সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নের জন্য গঠন করা হবে একটি বিশেষ কমিটি। অন্য রাজ্য থেকে যাঁরা কর্মসংস্থানের জন্য হায়দরাবাদে যাবেন তাঁদের উন্নয়নের জন্যও কাজ করবে বিজেপি, জানিয়েছেন প্রভাকর।
advertisement
মাদকদ্রব্যের কেনাবেচার উপর জারি হতে পারে সীমাবদ্ধতা। অবাধ কেনাবেচার কারণে নানাবিধ সামাজিক ও আইনি সমস্যার উদ্রেক হচ্ছে ও তা বন্ধ হওয়া দরকার, মন্তব্য প্রভাকরের। বর্তমান টিআরএস সরকার এই বিষয়টিকে কোনও গুরুত্বই দেয়নি, অভিযোগ করেছেন তিনি।
এছাড়াও উৎসবের মরশুমে রাজ্য সরকার পরিচালিত যানবাহনের অতিরিক্ত ভাড়া কমাবে বিজেপি সরকার। প্রতিযোগীতামূলক পরীক্ষার জন্য অনলাইন ও অফলাইন কোচিং, জ্বালানির কড়ে বিশেষ ছাড়, বাড়ি পিছু ৬ টাকা পরিষ্কার পানীয় জলের ব্যবস্থা- এই বিষয়গুলিও প্রস্তাবিত হয়েছে ।