TRENDING:

Suvendu Adhikari: বাংলার বাইরে এবার ভিনরাজ্যে শুভেন্দু অধিকারী, চমকে দিলেন বিরোধী দলনেতা

Last Updated:

Suvendu Adhikari: ছত্তিশগড়ের রাজধানী রায়পুর বিমানবন্দরে নেমে হেলিকপ্টার করে পাখানজুর-সহ একাধিক জায়গায় আজ ভোট প্রচারে অংশ নেবেন শুভেন্দু অধিকারী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: শুক্রবার ছত্তিশগড় বিধানসভা নির্বাচন উপলক্ষে বিজেপির শীর্ষ কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে ছত্তিশগড়ে ভোট প্রচারে অংশ নেবেন এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী আজ সেখানে দুটি জনসভা করবেন। বলে বিজেপি সূত্রের খবর, বিজেপির সাংগঠনিক নেতৃত্বের সঙ্গে বৈঠক করার পাশাপাশি, স্থানীয় বাসিন্দারের সঙ্গে জনসংযোগেও মিলিত হবেন শুভেন্দু।
শুভেন্দু অধিকারী।
শুভেন্দু অধিকারী।
advertisement

কলকাতা থেকে বিমানে শুক্রবার একদিনের ঝটিকা ভোট প্রচারে ছত্তিশগড়ের রাজধানী রায়পুর বিমানবন্দরে নেমে হেলিকপ্টারে সেখান থেকে পাখানজুর-সহ একাধিক জায়গায় ভোট প্রচারে অংশ নেবেন। ছত্তিশগড়ে হিন্দি ভাষাভাষীর মানুষের সংখ্যা তুলনামূলক বেশি। সেই কথা মাথায় রেখে যাঁরা হিন্দি ভাষায় জনসংযোগে পারদর্শী, বাংলা থেকে সেই বিজেপি নেতাদের ছত্তিশগড়ে পাঠানোয় প্রাধান্য দেওয়া হচ্ছে। একইসঙ্গে ছত্তিশগড়ে বসবাসকারী বাঙালি অধ্যুষিত এলাকায় বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ভোট প্রচারের ময়দানে নামিয়ে বাঙালিদের মন জয় করতে চাইছে গেরুয়া শিবির।

advertisement

আরও পড়ুনঃ কাটার ঝামেলায় এড়িয়ে যান! শরীর সুস্থ রাখতে বাতাবি খান, নিঃশব্দে কত রোগ সারায় জানুন

বাংলায় মুখ্যমন্ত্রীকে পরাজিত করা শুভেন্দু অধিকারীকে ভোট প্রচারে নামিয়ে রাজনৈতিকভাবে কতটা লাভবান হয় গেরুয়া শিবির তার উত্তর দেবে অবশ্য সময়ই। আগামী সপ্তাহেই শুরু ছত্তিশগড়ে বিধানসভা নির্বাচন। মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল পরিচালিত কংগ্রেস সরকারকে ক্ষমতাচ্যুত করে ছত্তিশগড় গেরুয়া ঝড় তুলতে এখন মরিয়া বিজেপি। এই পরিস্থিতিতে অন্যান্য রাজ্যের পাশাপাশি বাংলা থেকেও পর্যায়ক্রমে ছত্তিশগড় যাবেন বাংলার বিধায়কদের একটি দল।  সেই তালিকায় দিল্লির নেতাদের প্রথম পছন্দ শুভেন্দু অধিকারী।

advertisement

সম্প্রতি পশ্চিমবঙ্গ বিধানসভায় ছত্তিশগড়ের ভোট প্রচারে বাংলার বিধায়কদের অংশ নেওয়ার বিষয়ে আলোচনা হয়। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে পরিষদীয় দলনেতা মনোজ টিগ্গাকে দলীয় বিধায়কদের একটি তালিকা তৈরি করতে বলেন শুভেন্দু। দিনভর ঠাসা কর্মসূচি শেষ করে আজই সন্ধ্যায় কলকাতায় ফিরবেন তিনি। বলাবাহুল্য, ছত্তিশগড়ের বিধানসভা নির্বাচনে মোট বিধানসভা আসনের সংখ্যা ৯০। বিধানসভার মেয়াদ শেষ হবে ২০২৪ সালের ৩ জানুয়ারি। তফসিলি জাতিদের জন্য সংরক্ষিত আসনের সংখ্যা ১০।

advertisement

তফসিলি জনজাতিদের জন্য সংরক্ষিত আসনের সংখ্যা ২৯। মোট ভোটার সংখ্যা ২.০৩ কোটি। লোকসভা নির্বাচনের আগে  মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান, তেলেঙ্গানা এবং মিজোরামে বিধানসভা ভোট ২০২৪ সালের লোকসভা ভোটের আগে যা ‘অ্যাসিড টেস্ট’ হতে চলেছে বলেই মতো রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ভেঙ্কটেশ্বর লাহিড়ী

বাংলা খবর/ খবর/দেশ/
Suvendu Adhikari: বাংলার বাইরে এবার ভিনরাজ্যে শুভেন্দু অধিকারী, চমকে দিলেন বিরোধী দলনেতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল