বিজেপি শীর্ষ নেতৃত্ব সূত্রে খবর, দলকে ক্ষমতায় রাখতে পারার পুরস্কারই পেলেন চার মুখ্যমন্ত্রী৷ পাশাপাশি রাজ্য নেতৃত্বের মনোবল চাঙ্গা রাখতেও এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷
আরও পড়ুন: হরভজন থেকে রাঘব চাড্ডা, রাজ্যসভার প্রার্থী তালিকায় বিশাল চমক দিল কেজরিওয়ালের আপ
বিজেপি নেতারা বলছেন, উত্তর প্রদেশ, মণিপুর এবং গোয়ায় যে পুরনো তিন মুখের উপরেই যে আস্থা হবে, তা একরকম নিশ্চিত ছিল৷ কিন্তু উত্তরাখণ্ডের ক্ষেত্রে কী করা হবে, তা নিয়েই সংশয় ছিল৷ কারণ বিদায়ী মুখ্যমন্ত্রী ধামিই সেখানে পরাজিত হয়েছিলেন৷
advertisement
ভোটে হেরে যাওয়া ধামিকে মুখ্যমন্ত্রী পদে ফেরানোর সিদ্ধান্ত কঠিন ছিল৷ কিন্তু বিজেপি সূত্রের খবর, নিজের কঠিন পরিশ্রম এবং রাজ্যে বিজেপি-র জয় নিশ্চিত করার পুরস্কার পেলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী৷ আগামী ছ' মাসের মধ্যে ফের কোনও একটি বিধানসভা থেকে জিতে আসতে হবে পুষ্কর সিং ধামিকে৷
আরও পড়ুন: 'একুশে হেরেছে, চব্বিশে আবার হারবে!' ৯ ঘণ্টা জেরা শেষে বিজেপি-কে নিশানা অভিষেকের
বিজেপি-র এক সিনিয়র নেতার কথায়, 'পুস্কর সিং ধামি রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রে গিয়েছেন, যাতে দলের প্রার্থীদের জয় নিশ্চিত করা যায়৷ আর তা করতে গিয়েই নিজের কেন্দ্রে সময় দিতে পারেননি তিনি৷ উনি দলের জন্য কাজ করার পুরস্কার পেেয়ছেন৷'
আপাতত চার রাজ্যের মুখ্যমন্ত্রী কারা হবেন, তা নিয়ে জল্পনার অবসান ঘটল৷ তবে উত্তর প্রদেশের উপ মুখ্যমন্ত্রী কে হবেন, সেই সিদ্ধান্ত এখনও ঝুলে রয়েছে৷ পাশাপাশি উত্তর প্রদেশে মন্ত্রিসভার কয়েকজন সদস্যের নামও চূড়ান্ত করা বাকি বলেই বিজেপি সূত্রে খবর৷