TRENDING:

BJP elects chief ministers in four states: ভোটে হেরেও ধামিই ফের মুখ্যমন্ত্রী, চার রাজ্যে পুরনো মুখেই ভরসা রাখল বিজেপি

Last Updated:

বিজেপি সূত্রের খবর, নিজের কঠিন পরিশ্রম এবং রাজ্যে বিজেপি-র (BJP) জয় নিশ্চিত করার পুরস্কার পেলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী (Pushkar Singh Dhami)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দিল্লি: কোনও চমক নয়৷ চার রাজ্যে পুরনো মুখদেরই ফের মুুখ্যমন্ত্রী হিসেবে বেছে নিল বিজেপি (BJP) শীর্ষ নেতৃত্ব৷ এমন কি, বিধায়ক হিসেবে নির্বাচনে হেরে যাওয়া পুষ্কর সিং ধামিকেই (Pushkar Singh Dhami) ফের উত্তরাখণ্ডের (Uttarakhand) মুখ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে৷ উত্তর প্রদেশে যোগী আদিত্যনাথ, গোয়ায় প্রমোদ সাওয়ান্ত এবং মণিপুরে এন বীরেন সিং-এর উপরেই আস্থা রেখেছে দল৷
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী থাকছেন পুস্কর সিং ধামি৷
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী থাকছেন পুস্কর সিং ধামি৷
advertisement

বিজেপি শীর্ষ নেতৃত্ব সূত্রে খবর, দলকে ক্ষমতায় রাখতে পারার পুরস্কারই পেলেন চার মুখ্যমন্ত্রী৷ পাশাপাশি রাজ্য নেতৃত্বের মনোবল চাঙ্গা রাখতেও এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

আরও পড়ুন: হরভজন থেকে রাঘব চাড্ডা, রাজ্যসভার প্রার্থী তালিকায় বিশাল চমক দিল কেজরিওয়ালের আপ

বিজেপি নেতারা বলছেন, উত্তর প্রদেশ, মণিপুর এবং গোয়ায় যে পুরনো তিন মুখের উপরেই যে আস্থা হবে, তা একরকম নিশ্চিত ছিল৷ কিন্তু উত্তরাখণ্ডের ক্ষেত্রে কী করা হবে, তা নিয়েই সংশয় ছিল৷ কারণ বিদায়ী মুখ্যমন্ত্রী ধামিই সেখানে পরাজিত হয়েছিলেন৷

advertisement

ভোটে হেরে যাওয়া ধামিকে মুখ্যমন্ত্রী পদে ফেরানোর সিদ্ধান্ত কঠিন ছিল৷ কিন্তু বিজেপি সূত্রের খবর, নিজের কঠিন পরিশ্রম এবং রাজ্যে বিজেপি-র জয় নিশ্চিত করার পুরস্কার পেলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী৷ আগামী ছ' মাসের মধ্যে ফের কোনও একটি বিধানসভা থেকে জিতে আসতে হবে পুষ্কর সিং ধামিকে৷

আরও পড়ুন: 'একুশে হেরেছে, চব্বিশে আবার হারবে!' ৯ ঘণ্টা জেরা শেষে বিজেপি-কে নিশানা অভিষেকের

advertisement

বিজেপি-র এক সিনিয়র নেতার কথায়, 'পুস্কর সিং ধামি রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রে গিয়েছেন, যাতে দলের প্রার্থীদের জয় নিশ্চিত করা যায়৷ আর তা করতে গিয়েই নিজের কেন্দ্রে সময় দিতে পারেননি তিনি৷ উনি দলের জন্য কাজ করার পুরস্কার পেেয়ছেন৷'

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

আপাতত চার রাজ্যের মুখ্যমন্ত্রী কারা হবেন, তা নিয়ে জল্পনার অবসান ঘটল৷ তবে উত্তর প্রদেশের উপ মুখ্যমন্ত্রী কে হবেন, সেই সিদ্ধান্ত এখনও ঝুলে রয়েছে৷ পাশাপাশি উত্তর প্রদেশে মন্ত্রিসভার কয়েকজন সদস্যের নামও চূড়ান্ত করা বাকি বলেই বিজেপি সূত্রে খবর৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
BJP elects chief ministers in four states: ভোটে হেরেও ধামিই ফের মুখ্যমন্ত্রী, চার রাজ্যে পুরনো মুখেই ভরসা রাখল বিজেপি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল