Abhishek Banerjee at ED Office: 'একুশে হেরেছে, চব্বিশে আবার হারবে!' ৯ ঘণ্টা জেরা শেষে বিজেপি-কে নিশানা অভিষেকের

Last Updated:

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক (Abhishek Banerjee) এ দিনও বলেন, তদন্তে সবরকম সহযোগিতা করতে তিনি তৈরি৷

অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
#দিল্লি: কয়লা কাণ্ডে (Coal Scam) দীর্ঘ প্রায় ৯ ঘণ্টা জেরার মুখোমুখি হয়ে ইডি অফিস থেকে বেরোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)৷ এ দিন সকাল এগারোটা নাগাদ ইডি (ED) অফিসে ঢুকেছিলেন তৃণমূল সাংসদ৷ তার পর থেকে কয়লা কাণ্ডের বিভিন্ন বিষয় নিয়ে অভিষেককে টানা জেরা করেন ইডি কর্তারা৷
ইডি অফিস (ED) থেকে বেরিয়ে অবশ্য নিজের আগের অবস্থানেই অনড় থেকেছেন অভিষেক (Abhishek Banerjee)৷ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এ দিনও বলেন, তদন্তে সবরকম সহযোগিতা করতে তিনি তৈরি৷ একই সঙ্গে তাঁর অভিযোগ, পশ্চিমবঙ্গের মামলা হওয়া সত্ত্বেও হেনস্থা করবার জন্যই তাঁকে ১৫০০ কিলোমিটার দূরে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে৷ অভিষেক জানিয়েছেন, তাঁর কাছে যে তথ্য, পরিসংখ্যান, নথি চাওয়া হয়েছিল, তা তিনি ইডি আধিকারিকদের হাতে তুলে দিয়েছেন৷ ইডি, সিবিআই-এর ভয়ে তিনি মাথা নত করবেন না বলেও এ দিন ফের স্পষ্ট করে দিয়েছেন অভিষেক৷
advertisement
advertisement
দিল্লির সদর দফতর থেকে বেরিয়ে অভিষেকের কটাক্ষ, 'যখনই উপনির্বাচন হয় আমাকে ডেকে পাঠিয়ে হেনস্থা করে৷ এর আগে ভবানীপুরে উপনির্বাচনের সময় আমাকে ডেকে পাঠানো হয়েছিল৷ এখন আবার আসানসোল এবং বালিগঞ্জে লোকসভা উপনির্বাচনের সময় আমাকে ডেকে পাঠাচ্ছে৷ গণতান্ত্রিক ভাবে লড়তে পারে না৷ একুশে হেরেছে আবার চব্বিশে হারবে৷ বাংলার মানুষ এদের যোগ্য জবাব দেবে৷'
advertisement
কেন তাঁকে এবং তাঁর স্ত্রীকে কলকাতায় ইডি অফিসে জেরা করা হবে না, এই আবেদন জানিয়ে এ দিন সুপ্রিম কোর্টে মামলা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
অভিষেক এ দিনও বিজেপি-কে আক্রমণ করে বলেন, 'সিবিআই-ইডি বিজেপি-র সবথেকে বড় জোটসঙ্গী৷ তদন্তকারী সংস্থাগুলিকে নিজেদের ব্যক্তিগত অস্ত্রে পরিণত করেছে এই সরকার৷ কখনও দেখবেন না অসম, ত্রিপুরার মতো বিজেপি শাসিত রাজ্যে ইডি-সিবিআই তল্লাশি করছে৷ মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানার মতো যে রাজ্যে বিরোধীরা ক্ষমতায় রয়েছে, সেখানই দেখবেন এই তদন্তকারী সংস্থগুলি তল্লাশি চালাচ্ছে৷' অভিষেক অবশ্য জানিয়েছেন, তাঁকে আর নতুন করে হাজিরা দেওয়ার বিষয়ে এ দিন ইডি-র তরফে কিছু জানানো হয়নি৷
বাংলা খবর/ খবর/দেশ/
Abhishek Banerjee at ED Office: 'একুশে হেরেছে, চব্বিশে আবার হারবে!' ৯ ঘণ্টা জেরা শেষে বিজেপি-কে নিশানা অভিষেকের
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement