এদিকে, 'শাহি-ক্লাসে' দিল্লিতে তলব করা হয়েছে বিজেপি সাংসদদের। রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ পর্ব ১৮ জুলাই। সেদিনই শুরু হবে সংসদের বাদল অধিবেশন। তার ঠিক দু'দিন আগেই দিল্লিতে তলব করা হয়েছে সারাদেশের বিজেপি সাংসদদের। রাষ্ট্রপতি নির্বাচনের খুঁটিনাটি নিয়ে দলের সাংসদদের প্রশিক্ষণ দিতে চান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং দলের সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা। এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুকে কীভাবে ভোট দেবেন, বিজেপি সাংসদদের হাতে-কলমে শেখাবেন অমিত শাহ ও জেপি নাড্ডা।
advertisement
আরও পড়ুন : শ্রীলঙ্কা সঙ্কট নিয়ে কী বলছে নয়াদিল্লি? স্পষ্ট বার্তা বিদেশ মন্ত্রকের!
এই জন্য বিজেপি'র ৩০৩ জন সাংসদকে দিল্লি তলব করা হয়েছে। ১৬ ও ১৭ জুলাই দিল্লিতে দু’দিনের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হবে। যেখানে বিজেপি সাংসদদের রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদান প্রক্রিয়া হাতেকলমে শেখানো হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি-র কেন্দ্রীয় সভাপতি এই প্রশিক্ষণ শিবির পরিচালনার দায়িত্ব রয়েছেন। বিজেপি শীর্ষ নেতৃত্ব চাইছে, দ্রৌপদী মুর্মুর জয় নিশ্চিত করতে দলীয় সাংসদদের একটিও ভোট যাতে নষ্ট না হয়।
আরও পড়ুন : রাজ্যে করোনাভাইরাসে মৃত্যু ৪! উত্তর ২৪ পরগনাতেই আক্রান্ত ৭৩৭, বাকি জেলায় কত? দেখুন তালিকা
অতীতে ভোট দানের ক্ষেত্রে ত্রুটি থাকায় বহু ভোট বাতিল হওয়ার নজির রয়েছে। এবার যাতে তেমন কোনও ঘটনা না ঘটে সেই কারণেই দলীয় সাংসদদের রীতিমতো ক্লাস নিতে চাইছেন অমিত শাহ এবং জেপি নাড্ডা। শনিবার কলকাতায় বিজেপি বিধায়কদের সঙ্গে সাক্ষাতের কর্মসূচি ছিল দ্রৌপদীর। কিন্তু, জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যুর কারণে তা বাতিল হয়ে যায়। আগামী ১২ জুলাই কলকাতায় বিজেপি বিধায়কদের সঙ্গে সাক্ষাৎ করতে আসতে পারেন দ্রৌপদী মুর্মু।