বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুরের অভিযোগ, ‘স্পাইসজেট কর্তৃপক্ষকে গোটা বিষয়টা জানিয়েছি। বিমানকর্মীরা আমার সঙ্গে অভব্য ব্যবহার করেছে। এর আগেও এমন ঘটনা ঘটেছে। আবার ঘটল। এবার তো যে আসন বুক করেছিলাম, ওরা সেখানে আমায় বসতেও দেয়নি।’
তবে গোটা ঘটনার একেবারেই উল্টোটাই বলা হয়েছে স্পাইশ জেটের পক্ষ থেকে ৷ স্পাইশ জেটের পক্ষ থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে, প্রজ্ঞা ঠাকুরের মতো ব্যক্তিত্বকে যাত্রী হিসেবে পেয়ে সত্যিই আমরা গর্বিত ৷ তিনি আগে থেকেই 1A আসন বুক করেছিলেন, তারপর নিজেই হুইল চেয়ার করে বিমান উঠতে আসেন ৷ বিমানকর্মীরা এ ব্যাপারে কোনও কিছুই জানত না ৷ হুইল চেয়ারে থাকা যাত্রীদের এমারজেন্সি আসনে বসতে দেওয়ার নিয়ম নেই৷ সেই কারণেই প্রজ্ঞা ঠাকুরকে অন্য আসনে বসার অনুরোধ করা হয় ৷ তবে উনি বসতে চান না ৷ এই বচসার কারণেই আমাদের বিমান আকাশে উড়তে বেশ দেরি হয় ৷ বিমানের অন্যান্য যাত্রীরাও বিরক্ত হয় ৷ পরে অবশ্য উনি আসন পরিবর্তন করতে রাজি হন ৷
advertisement