TRENDING:

Suvendu Adhikari: 'বিজেপিতে নতুন, মাটির সঙ্গে যোগাযোগ নেই!' শুভেন্দুকে পাল্টা দিলেন বিজেপির সংখ্যালঘু মোর্চার প্রধান

Last Updated:

বিজেপির গঠনের পর পরই ১৯৮০ সালে দলের সংখ্যালঘু মোর্চা শাখা খোলা হয়৷ যার মূল উদ্দেশ্য ছিল বিজেপির নীতি আদর্শ সম্পর্কে মুসলিমদের অবহিত করা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: গত বুধবার কলকাতায় দলীয় বৈঠকেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, ‘সব কা সাথ, সব কা বিকাশ’ নীতির সঙ্গে তিনি সহমত নন৷ দলের সংখ্যালঘু মোর্চারও কোনও প্রয়োজন নেই বলে দাবি করেছিলেন শুভেন্দু৷
শুভেন্দু অধিকারীর সমালোচনায় বিজেপির সংখ্যালঘু মোর্চার প্রধান জামাল সিদ্দিকি৷
শুভেন্দু অধিকারীর সমালোচনায় বিজেপির সংখ্যালঘু মোর্চার প্রধান জামাল সিদ্দিকি৷
advertisement

বিরোধী দলনেতার এই মন্তব্য নিয়ে বিজেপির অন্দরেই ক্ষোভের সৃষ্টি হয়েছিল৷ এবার বিজেপির সংখ্যালঘু মোর্চার সর্বভারতীয় সভাপতি জামাল সিদ্দিকি৷ শুভেন্দুর মন্তব্যের কড়া সমালোচনা করে তাঁর কটাক্ষ, ‘শুভেন্দু হয়তো বিজেপিতে নতুন বলেই এমন মন্তব্য করেছেন৷ বিজেপিতে আসার আগে শুভেন্দু যেহেতু তৃণমূলে ছিলেন, সেই সংস্রব থেকেও শুভেন্দু এমন মন্তব্য করে থাকতে পারেন বলে দাবি করেছেন জামাল সিদ্দিকি৷

advertisement

আরও পড়ুন: বীরভূমেও বাঘ? অজানা জন্তুর পায়ের ছাপ ঘিরে আতঙ্ক সিউড়িতে

বিজেপির সংখ্যালঘু মোর্চার প্রধান সিদ্দিকি ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাকারে বলেন, ‘আমার মনে হয় শুভেন্দু অধিকারী ভুল করেই এরকম মন্তব্য করেছেন৷ তাছাড়া শুভেন্দু অধিকারী বিজেপির পুরোন নেতা নন, মাটির সঙ্গেও তাঁর খুব একটা যোগাযোগ নেই৷ তার উপর উনি তৃণমূল থেকে বিজেপিতে এসেছেন৷৷ মানুষ যেখান থেকে আসে, তার পরিচয়ে সেটাই ফুটে ওঠে৷’

advertisement

বিজেপির বৈঠকে শুভেন্দু অধিকারী বলেছিলেন, ‘যাঁরা আমাদের পাশে থাকবে, আমরা তাঁদের পাশে থাকব৷ সংখ্যালঘু মোর্চার কোনও প্রয়োজন নেই৷’ পরে অবশ্য সমাজমাধ্যমে পোস্ট করে শুভেন্দু দাবি করেন, তাঁর মন্তব্যের অপব্যাখ্যা করা হচ্ছে৷ প্রধানমন্ত্রী সবকা সাথ, সব কা বিকাশ, সবকা বিকাশের নীতিতে তিনি অন্তর থেকে বিশ্বাস করেন বলেও দাবি করেছিলেন শুভেন্দু৷

কিন্তু খোদ প্রধানমন্ত্রীর দেওয়া স্লোগান তিনি যেভাবে খারিজ করার নিদান দেন, তাতে বিজেপির অন্দরেও জোর বিতর্ক শুরু হয়৷ এমন কি, সর্বভারতীয় স্তরেও শুভেন্দুর এই মন্তব্যে শোরগোল পড়ে যায়৷

advertisement

শুভেন্দু অধিকারীকে জবাব দিতে গিয়ে জামাল সিদ্দিকি বলেন, ‘আমার মনে হয় সবকা সাথ, সবকা বিকাশের নীতি বিজেপির আত্মা৷ শরীর থেকে আত্মাকে বিচ্ছিন্ন করলে বিজেপি দলটাই থাকবে না বলে আমার মত৷ বিজেপির উদ্দেশ্যে হল মানুষের সেবা করা, ক্ষমতা দখল নয়৷ ক্ষমতায় থাকলে আরও ভাল করে মানুষের সেবা করা যায়৷ প্রধানমন্ত্রী সবসময়ই বলেছেন, যাঁরা আমাদের ভোট দেন না তাঁদের জন্যও আমাদের কাজ করতে হবে৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বাইক রেসার হিসাবে নিজের ভবিষ্যতে প্রতিষ্ঠিত হতে চান? কোন পথে এগোবেন, জেনে নিন
আরও দেখুন

বিজেপির গঠনের পর পরই ১৯৮০ সালে দলের সংখ্যালঘু মোর্চা শাখা খোলা হয়৷ যার মূল উদ্দেশ্য ছিল বিজেপির নীতি আদর্শ সম্পর্কে মুসলিমদের অবহিত করা৷ যদিও বিজেপি রাম জন্মভূমি আন্দোলন শুরুর পর এবং বাবরি মসজিদ ধ্বংসের পর দলের সংখ্যালঘু মোর্চা খুব বেশি সাফল্য পায়নি৷

বাংলা খবর/ খবর/দেশ/
Suvendu Adhikari: 'বিজেপিতে নতুন, মাটির সঙ্গে যোগাযোগ নেই!' শুভেন্দুকে পাল্টা দিলেন বিজেপির সংখ্যালঘু মোর্চার প্রধান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল