TRENDING:

BJP equation in Rajya Sabha: রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা হারাল বিজেপি! কতটা বিপাকে পড়বে মোদি সরকার, কী বলছে অঙ্ক?

Last Updated:

বর্তমান সমীকরণের ফলে রাজ্যসভায় কোনও বিল পাস করানোর জন্য বিজেপির অন্তত ১৩টি ভোট প্রয়োজন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা হারাল বিজেপি৷ শনিবার রাজ্যসভার চার সাংসদের মেয়াদ শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই রাজ্যসভায় বিজেপির শক্তি কমে দাঁড়াল ৮৬৷
রাজ্যসভাতেও চাপে বিজেপি? কতটা লাভবান হবে কংগ্রেস?
রাজ্যসভাতেও চাপে বিজেপি? কতটা লাভবান হবে কংগ্রেস?
advertisement

যে চার সাংসদের মেয়াদ শনিবার শেষ হয়েছে তাঁরা হলেন রাকেশ সিনহা, রাম শাকাল, সোনাল মানসিং এবং মহেশ জেঠমালানি৷ এই চার সাংসদকেই শাসক দলের পরামর্শে মনোনীত করেছিলেন রাষ্ট্রপতি৷ পরবর্তী সময়ে রাজ্যসভায় বিভিন্ন ইস্যুতে এনডিএ সরকারকেই সমর্থন জানিয়েছেন তাঁরা৷

এই চার সাংসদের মেয়াদ শেষ হওয়ার পর রাজ্যসভায় বিজেপির সাংসদ সংখ্যা কমে দাঁড়াল ৮৬৷ এনডিএ-র সাংসদ সংখ্যা দাঁড়াল ১০১৷ রাজ্যসভায় মোট সদস্য সংখ্যা ২৪৫৷ বর্তংমানে অবশ্য রাজ্যসভায় ২২৫ জন সাংসদ রয়েছেন৷ ফলে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১১৩ জন সাংসদের সমর্থন৷ অর্থাৎ, এনডিএ-র হাতে এখন সংখ্যাগরিষ্ঠতার চেয়ে ১২ জন সাংসদ কম রয়েছেন রাজ্যসভায়৷

advertisement

আরও পড়ুন: এনডিএ-২, ইন্ডিয়া-১০! সাত রাজ্যে উপনির্বাচনে একপেশে দাপট বিরোধীদের, ধাক্কা বিজেপির

অন্য বিরোধী শিবির ইন্ডিয়া ব্লকের হাতে রয়েছে ৮৭ জন সাংসদ৷ এর মধ্যে কংগ্রেসের হাতে রয়েছে ২৬, তৃণমূল কংগ্রেসের হাতে রয়েছে ১৩ জন সাংসদ৷ পাশাপাশি ডিএমকে, আপ-এর হাতে রয়েছে দশ জন করে সাংসদ৷

অন্যদিকে বিআরএস-এর মতো কিছু দল রয়েছে যারা বিজেপি অথবা কংগ্রেস, কোনও দলের সঙ্গেই নেই৷ এ ছাড়াও কয়েকজন নির্দল সাংসদও রয়েছেন৷

advertisement

বর্তমান সমীকরণের ফলে রাজ্যসভায় কোনও বিল পাস করানোর জন্য বিজেপির অন্তত ১৩টি ভোট প্রয়োজন৷ এর জন্য বিজেপির প্রধান ভরসা হতে পারে জগন রেড্ডির ওয়াইএসআর কংগ্রেস এবং এআইডিএমকে৷ ওয়াইএসআর কংগ্রেসের হাতে রয়েছেন ১১ জন সাংসদ এবং এআইডিএমকে-র হাতে রয়েছে চারজন সাংসদ৷ অতীতে এই দুই দলই বিজেপির জোট সঙ্গী থাকলেও গত ডিসেম্বর মাসেই লোকসভা নির্বাচনের আগে এনডিএ ছেড়ে বেরিয়ে গিয়েছে তারা৷

advertisement

জগন রেড্ডি অবশ্য এর আগে বিজেপিকে বিভিন্ন বিল পাসের ক্ষেত্রে ইস্যু ভিত্তিক সমর্থন দিয়েছে৷ ফলে জগনের দলের ১১ সাংসদের সমর্থন পাওয়া বিজেপির নিশ্চিত৷ অতীতে ওয়াইএসআর কংগ্রেসের মতোই বিজেপিকে ইস্যু ভিত্তিক সমর্থন দিয়েছে নবীন পট্টনায়েকের বিজু জনতা দল বা বিজেডি৷ কিন্তু সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে বিজেপি তাদের ওড়িশায় ক্ষমতাচ্যুত করার পর এনডিএ-কে তারা আর সমর্থন করবে না বলে জানিয়ে দিয়েছেন নবীন পট্টনায়েক৷

advertisement

এর পরেও সংখ্যাগরিষ্ঠতা পেতে সমস্যা হলে মনোনীত সদস্যদের সমর্থন চাইতে পারে বিজেপি৷ সাধারণত এই মনোনীত সদস্যরা শাসক দলকেই সমর্থন করে থাকেন৷ এই মুহূর্তে রাজ্যসভায় ২০টি আসন ফাঁকা রয়েছে৷ তার মধ্যে ১১ জন সাংসদ বিভিন্ন রাজ্য থেকে নির্বাচিত হয়ে আসবেন৷ এর মধ্যে দুটি করে আসন ফাঁকা রয়েছে মহারাষ্ট্র, অসম এবং বিহারে৷ একটি করে আসন ফাঁকা রয়েছে হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশ, তেলঙ্গানা এবং ত্রিপুরায়৷ এর মধ্যে অসম, বিহার, রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ত্রিপুরা থেকে সাতটি আসনে নিশ্চিত জয় পাওয়ার মতো বিধায়ক সংখ্যা রয়েছে বিজেপির হাতে৷ সঙ্গী দলগুলির বিধায়কদের পুরো সমর্থন পেলে মহারাষ্ট্র থেকেও দুটি আসনই জিততে পারে বিজেপি৷

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

বিজেপি যদি এই ৯টি আসনেই জেতে এবং ওয়াইএসআর কংগ্রেসের সমর্থন পায়, সেক্ষেত্রে তারা সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের মতো সংখ্যা পেয়ে যাবে৷ এ ছা়ড়াও জম্মু কাশ্মীর থেকে রাজ্যসভার চারটি আসন ফাঁকা রয়েছে৷ জম্মু কাশ্মীরেও কয়েক মাসের মধ্যে ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে৷ তেলঙ্গানা থেকে রাজ্যসভার আসনটি সম্ভবত কংগ্রেসই জিতে নেবে৷ সেক্ষেত্রে রাজ্যসভাতেও বিরোধী দলনেতার পদটির জন্য দাবি জানানোর মতো সংখ্যা চলে আসবে কংগ্রেসের হাতে৷

বাংলা খবর/ খবর/দেশ/
BJP equation in Rajya Sabha: রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা হারাল বিজেপি! কতটা বিপাকে পড়বে মোদি সরকার, কী বলছে অঙ্ক?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল