TRENDING:

Maharashtra MLC Polls: অবশেষে মুখরক্ষা! লোকসভা নির্বাচনের পরে মহারাষ্ট্রে বিরাট জয় বিজেপি-শিণ্ডেদের মহাযূতি জোটের

Last Updated:

বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও এমএলসি ভোটের ফলাফলে আনন্দ প্রকাশ করেছেন এবং "প্রত্যেক প্রার্থীর বিজয় নিশ্চিত করতে অক্লান্ত পরিশ্রম করার" জন্য মুখ্যমন্ত্রী শিণ্ডের প্রশংসা করেছেন তিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মহারাষ্ট্র: লোকসভা নির্বাচনে আশানুরূপ ফল মেলেনি৷ তবে মহারাষ্ট্র বিধান পরিষদ নির্বাচনে বড় জয় পেল বিজেপি নেতৃত্বাধীন মহাযুতি জোট। মুখ্যমন্ত্রী একনাথ শিন্দের শিবসেনা, উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের এনসিপি এবং বিজেপির সমন্বয়ে গঠিত মহাযুতি জোট ১১টি আসনের মধ্যে ন’টিতে প্রার্থী দিয়েছিল৷ সেই ন’টিতেই জয়ী হয়েছে তারা।
advertisement

দ্বিবার্ষিক এই নির্বাচনে শুক্রবার ১১টি কাউন্সিল আসনে ভোট অনুষ্ঠিত হয়৷ তাতে পাঁচজন বিজেপি নেতা এবং শিবসেনা (শিন্দে) গোষ্ঠী এবং এনসিপি (অজিত পাওয়ার) থেকে দু’জন করে প্রার্থী দেওয়া হয়। মহাযূতি জোটের প্রত্যেক প্রার্থীই এই ভোটে জয়ী হয়েছেন৷

আরও পড়ুন: জরুরি অবস্থার ‘ক্ষত’ উস্কে দিল কেন্দ্র, এবার দেশজুড়ে ‘সংবিধান হত্যা দিবস’ পালনের ঘোষণা অমিত শাহের

advertisement

বিজেপি নেত্রী পঙ্কজা মুণ্ডে, পরিণয় ফুকে এবং যোগেশ তিলেকার প্রত্যেকে ২৬টি করে ভোট পেয়েছেন, যেখানে জিততে গেলে তাঁদের প্রয়োজন ছিল ২৩টি ভোট৷

এছাড়া, এনসিপি (অজিত পাওয়ার) দলের দু’জন,  রাজেশ ভিটেকার এবং শিবাজিরাও গারজে এবং শিণ্ডে সেনার ভাবনা গাওলিকেও বিজয়ী ঘোষণা করা হয়েছে।

ফলাফল ঘোষণা হওয়ার পরে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন বিজেপি নেতা অমিত মালব্য৷ মাইক্রোব্লগিং সাইট এক্স-এ লেখেন, “NDA মহারাষ্ট্রে ন’জনকে প্রার্থী করেছিল। সবাই জিতেছে। বিজেপি (৫), শিবসেনা (২), এনসিপি (২)। কংগ্রেস এবং ইউবিটি একটি করে আসন জিতেছে৷ হেরেছেন এনসিপি (এসপি)-র প্রার্থী৷ ইন্ডি জোট কেমন পারফরম্যান্স করেছে বোঝাই যাচ্ছে। এটা ভাল খবর।”

advertisement

আরও পড়ুন: স্বামীর সঙ্গে হাসপাতালে ডাক্তার দেখাতে যাচ্ছিলেন…বাড়ি ফেরা হল না দু’জনেরই! মুর্শিদাবাদে ভয়াবহ ঘটনা

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও এমএলসি ভোটের ফলাফলে আনন্দ প্রকাশ করেছেন এবং “প্রত্যেক প্রার্থীর বিজয় নিশ্চিত করতে অক্লান্ত পরিশ্রম করার” জন্য মুখ্যমন্ত্রী শিণ্ডের প্রশংসা করেছেন তিনি।

বাংলা খবর/ খবর/দেশ/
Maharashtra MLC Polls: অবশেষে মুখরক্ষা! লোকসভা নির্বাচনের পরে মহারাষ্ট্রে বিরাট জয় বিজেপি-শিণ্ডেদের মহাযূতি জোটের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল