দ্বিবার্ষিক এই নির্বাচনে শুক্রবার ১১টি কাউন্সিল আসনে ভোট অনুষ্ঠিত হয়৷ তাতে পাঁচজন বিজেপি নেতা এবং শিবসেনা (শিন্দে) গোষ্ঠী এবং এনসিপি (অজিত পাওয়ার) থেকে দু’জন করে প্রার্থী দেওয়া হয়। মহাযূতি জোটের প্রত্যেক প্রার্থীই এই ভোটে জয়ী হয়েছেন৷
advertisement
বিজেপি নেত্রী পঙ্কজা মুণ্ডে, পরিণয় ফুকে এবং যোগেশ তিলেকার প্রত্যেকে ২৬টি করে ভোট পেয়েছেন, যেখানে জিততে গেলে তাঁদের প্রয়োজন ছিল ২৩টি ভোট৷
এছাড়া, এনসিপি (অজিত পাওয়ার) দলের দু’জন, রাজেশ ভিটেকার এবং শিবাজিরাও গারজে এবং শিণ্ডে সেনার ভাবনা গাওলিকেও বিজয়ী ঘোষণা করা হয়েছে।
ফলাফল ঘোষণা হওয়ার পরে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন বিজেপি নেতা অমিত মালব্য৷ মাইক্রোব্লগিং সাইট এক্স-এ লেখেন, “NDA মহারাষ্ট্রে ন’জনকে প্রার্থী করেছিল। সবাই জিতেছে। বিজেপি (৫), শিবসেনা (২), এনসিপি (২)। কংগ্রেস এবং ইউবিটি একটি করে আসন জিতেছে৷ হেরেছেন এনসিপি (এসপি)-র প্রার্থী৷ ইন্ডি জোট কেমন পারফরম্যান্স করেছে বোঝাই যাচ্ছে। এটা ভাল খবর।”
বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও এমএলসি ভোটের ফলাফলে আনন্দ প্রকাশ করেছেন এবং “প্রত্যেক প্রার্থীর বিজয় নিশ্চিত করতে অক্লান্ত পরিশ্রম করার” জন্য মুখ্যমন্ত্রী শিণ্ডের প্রশংসা করেছেন তিনি।