Murshidabad News: স্বামীর সঙ্গে হাসপাতালে ডাক্তার দেখাতে যাচ্ছিলেন...বাড়ি ফেরা হল না দু’জনেরই! মুর্শিদাবাদে ভয়াবহ ঘটনা

Last Updated:

ঘাতক গাড়িটি-সহ চালককে আটক করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। প্রত্যক্ষদর্শী আতাউর ইসলাম বলেন, ‘‘টোটো রাস্তার রং সাইড দিয়ে আসছিল। সেইকারণেই দুর্ঘটনাটি ঘটেছে।’’

দক্ষিণবঙ্গ: জাতীয় সড়কে টোটো ও কনটেনার গাড়ির মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ পথদুর্ঘটনায় মৃত্যু হল স্বামী স্ত্রী ও টোটো চালকের। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে রঘুনাথগঞ্জ থানার বংশবাটীমোড় ৩৪নং জাতীয় সড়কে। মৃতদের নাম চণ্ডী সরকার ও পুষ্পা সরকার, এবং নীলু হালদার৷
জানা যায়, শুক্রবার সকালে সুতি থানার আলুয়া এলাকা থেকে স্বামী চণ্ডী সরকার ও স্ত্রী পুষ্পা সরকার একটি টোটোয় করে চিকিৎসার জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে যাচ্ছিলেন। টোটো চালক রাস্তার রং-সাইড দিয়ে যাচ্ছিল আর তখনই উল্টো দিক থেকে আসা একটি কনটেনার গাড়ি টোটোটিকে সজোরে ধাক্কা মারে।
আরও পড়ুন:  বাবাকে খুন করে পুলিশের জালে কীর্তিমান ছেলে! দু’মাস পরে কী ভাবে হল খুনের কিনারা?
১২ চাকার গাড়ির ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় টোটো গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় স্বামী-স্ত্রীর। ঘটনাস্থলে রঘুনাথগঞ্জ থানায় পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুরা হাসপাতালে পাঠায়। টোটো চালক নীলু হালদারকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হওয়ায় পরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে রেফার করা হলে সেখানেই মৃত্যু হয় তাঁর। পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠায়।
advertisement
advertisement
ঘাতক গাড়িটি-সহ চালককে আটক করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। প্রত্যক্ষদর্শী আতাউর ইসলাম বলেন, ‘‘টোটো রাস্তার রং সাইড দিয়ে আসছিল। সেইকারণেই দুর্ঘটনাটি ঘটেছে।’’
আরও পড়ুন: ভরা ক্লাসরুমের মধ্যেই…ছাত্রীর সঙ্গে একী আচরণ শিক্ষকের! মুহূর্তে রণক্ষেত্র খণ্ডঘোষ, পুলিশকে ছোঁড়া হল ইট
জাতীয় সড়কে টোটো চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হলেও টোটো চালকদের গাফিলতির কারণে মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটছে। রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান বলেন, ‘‘ যেহেতু গ্রামগুলি ৩৪নং জাতীয় সড়ক লাগোয়া সেই কারণে বারেবারে নিষেধ করা সত্ত্বেও জাতীয় সড়ক দিয়ে টোটো চলাচল করছে। পুলিশকে বলেছি এই ব্যাপারে আরও সতর্ক হতে হবে।’’
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: স্বামীর সঙ্গে হাসপাতালে ডাক্তার দেখাতে যাচ্ছিলেন...বাড়ি ফেরা হল না দু’জনেরই! মুর্শিদাবাদে ভয়াবহ ঘটনা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement