সূত্রের খবর, বাংলার বর্তমান রাজনৈতিক পরিবেশ, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বিজেপির সাংগঠনিক ভবিষ্যৎ নিয়ে বিস্তৃত আলোচনা হয় দু’জনের মধ্যে। রাজ্য বিজেপির ভিত মজবুত করতে কী পদক্ষেপ নেওয়া উচিত, সেই সংক্রান্ত দিকনির্দেশও মেলে বলে জানা যাচ্ছে। বিশেষভাবে উঠে আসে রাজ্যে বিরোধী দলের সদস্যদের নিরাপত্তার বিষয়টিও। অভিযোগ, বিরোধী দলনেতা হিসেবে রাজ্যে কার্যত তাঁকে ‘টার্গেট’ করা হচ্ছে।
advertisement
সেই প্রসঙ্গেই কেন্দ্রীয় নিরাপত্তার বিষয়টিও বৈঠকে উঠে আসে বলে খবর। এই মুহূর্তে বঙ্গ বিজেপির কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ রাজ্যে এস আই আর নির্বিঘ্নে কার্যকর করায় যাবতীয় সহায়তা করা নির্বাচন কমিশনকে। আজ দিল্লিতে ৪৫ মিনিটের বৈঠকে মূল আলোচনার বিষয় এস.আই.আর । এখনও পর্যন্ত রাজ্য ১০ হাজার এর কম বি.এল.এ নিযুক্ত করতে পেরেছে বিজেপি। মালদা মুর্শিদাবাদ দিনাজপুর উত্তর ২৪ পরগনা-সহ একাধিক সংখ্যালঘু অধ্যুষিত জেলায় বিজেপি বি.এল.এ নিযুক্ত করতে কতখানি সক্ষম হবে সে বিষয়ে প্রশ্ন রয়েছে।
এখানে অবস্থায় এস.আই.আর পরবর্তী পরিস্থিতিতে রাজনৈতিক ডামাডোল সামলানোয় রাজ্য বিজেপির ভূমিকা কী হবে তা নিয়েই মূলত দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে অমিত শাহ এবং শুভেন্দু অধিকারীর খবর বিজেপি সূত্রে। রাজনৈতিক মহলের মতে, বিধানসভা ভোটের আগে রাজ্যে সংগঠন চাঙ্গা করতে এই বৈঠক গুরুত্বপূর্ণ। রাজ্য রাজনীতিতে চলতে থাকা উত্তেজনার আবহে শুভেন্দুর দিল্লি সফর ও শাহর সঙ্গে একান্তে বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।সব মিলিয়ে, শুভেন্দু-অমিত শাহ বৈঠক রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। দুর্গাপুজোর আগে স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলায় সফরের সম্ভাবনা ঘিরে এখন রাজনীতির কারবারিদের মধ্যে জল্পনা তুঙ্গে।
