TRENDING:

মণিপুরে আস্থাভোটে জয়ী বিজেপি, নড়বড়ে সরকার টিকিয়ে দিল গেরুয়া বাহিনী

Last Updated:

দীর্ঘক্ষণ ধরে বিতর্কের পরে আস্থাভোট হয়৷ শেষ হাসি হাসেন বীরেন সিং৷ আস্থাভোটের পরে কংগ্রেসে ইস্তফা দিয়েছেন ৬ বিধায়ক৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ইম্ফল: আস্থা ভোটে জিতে গেল মণিপুরে বিজেপি সরকার৷ সোমবার মণিপুর বিধানসভায় আস্থাভোটে ২৮-১৬ জিতে যায় এন বীরেন সিং নেতৃত্বাধীন বিজেপি সরকার৷ এ দিন দীর্ঘক্ষণ ধরে বিতর্কের পরে আস্থাভোট হয়৷ শেষ হাসি হাসেন বীরেন সিং৷ আস্থাভোটের পরে কংগ্রেসে ইস্তফা দিয়েছেন ৬ বিধায়ক৷
advertisement

৬০ সদস্যের মণিপুর বিধানসভায় কংগ্রেসের ২৪ জন বিধায়ক৷ আস্থা ভোটের পরে কংগ্রেস বিধায়করা বিধানসভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখান ও চেয়ার ছোড়ার অভিযোগ ওঠে তাঁদের বিরুদ্ধে৷ মুখ্যমন্ত্রী বলেন, 'আমরা ধ্বনি ভোটে আস্থাভোট জিতে গিয়েছি৷ স্পিকার যা করেছেন, একেবারে আইন মেনেই৷ বিরোধীদের হাতে সংখ্যা কম ছিল৷'

advertisement

পরে কংগ্রেস নেতা ও মণিপুরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওকরাম ইবোবি সিং বলেন, 'মণিপুরে আইনের শাসন নেই৷ আমরা ধ্বনি ভোট চাইনি৷ কোনও কংগ্রেস বিধায়ক ধ্বনি ভোট চাননি৷ আমরা ডিভিশন অফ ভোট চেয়েছিলাম৷ কিন্তু স্পিকার অনুমতি দিলেন না৷'

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

এর আগে জুন মাসে একসঙ্গে তিনজন বিজেপি বিধায়ক দল থেকে পদত্যাগ করে কংগ্রেসে যোগদান করেছিলেন। তার উপর ন্যাশনাল পিপলস পার্টির ৪ বিধায়ক সহ জোটসঙ্গীদের ৬ বিধায়ক সমর্থন প্রত্যাহার করে নিয়েছিল বিজেপি থেকে৷ এ হেন টলমল পরিস্থিতি থেকে মণিপুরে ঘুরে দাঁড়িয়ে সরকার টিকিয়ে ফেলল বিজেপি৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
মণিপুরে আস্থাভোটে জয়ী বিজেপি, নড়বড়ে সরকার টিকিয়ে দিল গেরুয়া বাহিনী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল