TRENDING:

By Election 2022 Results: চার রাজ্যের উপনির্বাচনে খাতাই খুলল না বিজেপি-র, তৃণমূলের মতোই জোড়া জয় কংগ্রেসের

Last Updated:

সম্প্রতি পাঁচ রাজ্যের নির্বাচনে হতাশাজনক ফল হলেও উপনির্বাচনে কিছুটা হলেও উজ্জীবিত হল কংগ্রেস৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: শুধু পশ্চিমবঙ্গ নয়, দেশের অন্য তিন রাজ্যেও উপনির্বাচনে বড় ধাক্কা খেল বিজেপি৷ বিহার, মহারাষ্ট্র এবং ছত্তিসগড়েও তিনটি বিধানসভা কেন্দ্রে হওয়া উপনির্বাচনে খাতা খুলতে পারল না বিজেপি৷
থেমে গেল গেরুয়া ঝড়৷
থেমে গেল গেরুয়া ঝড়৷
advertisement

আসানসোল লোকসভা কেন্দ্র এবং বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূলের কাছে পর্যুদস্ত হতে হয়েছে বিজেপি-কে৷ পশ্চিমবঙ্গের পাশাপাশি বিহারের বোচরণ বিধানসভা কেন্দ্রেও উপনির্বাচন হয়েছিল৷ সেই আসনটিতে ৩৬ হাজার ভোটে জয়ী হয়েছে লালু প্রসাদ যাদবের দল আরজেডি৷

আরও পড়ুন: ঘরের মাঠেই কোণঠাসা 'ঘরের মেয়ে'! আসানসোল দক্ষিণেও পিছিয়ে বিধায়ক অগ্নিমিত্রা

advertisement

অন্যদিকে সম্প্রতি পাঁচ রাজ্যের নির্বাচনে হতাশাজনক ফল হলেও উপনির্বাচনে কিছুটা হলেও উজ্জীবিত হল কংগ্রেস৷ ছত্তীসগড়ের খারিয়াগড় বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী যশোদা নিলাম্বর৷ এই কেন্দ্রটিতে প্রায় ২০ হাজার ভোটে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী৷

আরও পড়ুন: বালিগঞ্জ বাবুলের, অক্সিজেন নিয়ে নিল CPIM! শেষ পর্যন্ত কী পরিণতি বিজেপির?

advertisement

মহারাষ্ট্রের কোলাপুর উত্তর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেও কংগ্রেসের জয় একরকম নিশ্চিত৷ এই কেন্দ্র থেকে ১৮ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন কংগ্রেস প্রার্থী সত্যজিৎ কদম৷

তবে যে আসনগুলিতে উপনির্বাচন হয়েছে, তার মধ্যে একমাত্র আসানসোল লোকসভা কেন্দ্রটি বিজেপি-র দখলে ছিল৷ সেটি হাতছাড়া হল পদ্ম শিবিরের৷ কিন্তু চারটি বিধানসভা উপনির্বাচনের কোনওটিতেই জয় ছিনিয়ে নিতে ব্যর্থ গেরুয়া শিবির৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বীরভূমের বুকে ইসকন মন্দির! তারাপীঠের খুব কাছে হলেও অনেকে জানেন না, জানুন ঠিকানা
আরও দেখুন

বিরোধীরা বলছেন, পাঁচ রাজ্যে নির্বাচনের ফল ঘোষণার পরই যেভাবে লাগাতার পেট্রোল-ডিজেলের মতো জ্বালানির দাম বেড়েছে, যার দরুন আকাশছোঁয়া হয়েছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম, তারই জবাব দিয়েছেন সাধারণ মানুষ৷ যদিও হাতেগোণা কয়েকটি আসনের ফল দিয়ে এই তত্ত্বকে মানতে নারাজ গেরুয়া শিবির৷

বাংলা খবর/ খবর/দেশ/
By Election 2022 Results: চার রাজ্যের উপনির্বাচনে খাতাই খুলল না বিজেপি-র, তৃণমূলের মতোই জোড়া জয় কংগ্রেসের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল