১৯৮০ সালের পাসপোর্ট আইনে বলা হয়েছিল, ১৯৮৯-এর ২৬ জানুয়ারির পরে জন্মানো ভারতীয় নাগরিকদের পাসপোর্টের আবেদন করতে হলে জমা দিতে হবে জন্মের শংসাপত্র ৷ সেই নিয়মেই পরিবর্তন আনল কেন্দ্র ৷
এবার থেকে বার্থ সার্টিফিকেটের বদলে আধার কার্ড বা প্যান কার্ডের প্রতিলিপি, ভোটের কার্ড, ড্রাইভিং লাইসেন্স, স্কুলের বোর্ড পরীক্ষার সার্টিফিকেট অথবা এলআইসি পলিসি বন্ডের পেপারকেও জন্ম তারিখের প্রমাণ হিসেবে দাখিল করা যাবে ৷ ২০১৬-এর ডিসেম্বর থেকে কার্যকর এই নয়া নিয়ম ৷
advertisement
অনেকেই পাসপোর্ট তৈরি প্রক্রিয়ায় দীর্ঘায়িত হওয়ার কারণে দরকার না পড়লে পাসপোর্ট ইস্যু করতে চান না ৷ ভারতীয় নাগরিকরা যাতে সহজেই এবার পাসপোর্ট তৈরি করাতে পারেন সেই জন্যই নিয়ম আরও শিথিল করল কেন্ত্র ৷
এর আগে পাসপোর্টের ভাষার পরিবর্তন ঘটানো হয় ৷ ইংরেজি ও হিন্দিতে দুটি ভাষাই থাকবে পাসপোর্টে বলে জানান বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ৷
এছাড়া আট বছরের নীচে ও ৬০ বছরের উর্ধ্বে ব্যক্তিদের পাসপোর্ট ফি কমানো হতে চলেছে ১০ শতাংশ ৷ পাশাপাশি রেশন কার্ড জমা দিয়ে তৎকাল পাসপোর্টের জন্য আবেদন করা যাবে ৷ এর জেরে গ্রামাঞ্চলে থাকা মানুষ যাদের প্যান কার্ড নেই তাদের ক্ষেত্রে সুবিধা হবে ৷