৭৮তম স্বাধীনতা দিবসে কেরালার এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, একটি পাখি জাতীয় পতাকা উত্তোলন করতে সাহায্য করছে। ফুটেজে দেখা যাচ্ছে, স্থানীয় বাসিন্দারা পতাকা উত্তোলন করছেন এবং জাতীয় সঙ্গীত গাইছেন।
পতাকা উত্তোলনের সময় প্রাথমিকভাবে, মনে হয়েছিল যে পতাকাটি উপরে উঠে আটকে গিয়েছে। কিন্তু তখনই উড়ে এল একটি পাখি। পতাকা উত্তোলনের জন্য অধীর আগ্রহে তাঁরা অপেক্ষা করছিলেন তখন। সেই মুহূর্তে পাখিটির কীর্তি নেটদুনিয়াকে আন্দোলিত করেছে। কারণ অনেক দর্শক বিশ্বাস করেছিলেন যে এটি ঐশ্বরিক হস্তক্ষেপের একটি চিহ্ন।
আরও পড়ুন- ‘এইটা’ দেখলেই নাক সিঁটকান? খাসির কোন অঙ্গ থেকে তৈরি হয় বলুন তো দেখি!
তবে একটি ফলোআপ ভিডিও অবশ্য অন্য ঘটনা সামনে আনছে। পাখিটি পিছনের গাছে ছিল। সেখান থেকেই উড়ে আসছিল। পতাকায় সে কিছুই করেনি। পাখিটি এসে গাছের ডালে বসে। ক্যামেরার কৌশলে দৃষ্টিবিভ্রম তৈরি হয়েছে মাত্র। ভিডিওটি খুঁটিয়ে দেখে এমনই মন্তব্য কয়েকজনের। যদিও ভিডিওটি প্রথমবার দেখে চমকাতেই হয়, তা নিয়ে সন্দেহ নেই কারও। আপাতত নেট দুনিয়ায় ভাইরাল সেই ভিডিও মুগ্ধ হয়ে দেখছে দেশবাসী।