যে কোনও ব্যক্তিত্বকে নিয়ে ছবি বানানোর চল রয়েছে বলিউডে৷ হাল আমলে বেশ কয়েকজন বিশিষ্টদের নিয়ে তৈরি হয়েছে বায়োপিক৷ এবার সেই বায়োপিকের ভিড়ে সামিল লালু প্রসাদও৷ লালুর দল রাষ্ট্রীয় জনতা দলের প্রতীক অনুযায়ী ছবির নাম লালটন৷ লণ্ঠন প্রতীকে ভোটে লড়তেন লালু৷ স্থানীয়ভাবে লণ্ঠনকে লালটন বলা হত৷ সেই থেকেই ছবির নামকরণ৷
আরও পড়ুন ছেলেকে নিয়ে জলের তলায় ডুব ! দেখুন কী কাণ্ড করলেন শিল্পা শেট্টি
advertisement
লালু প্রসাদের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ভোজপুরি অভিনেতা যশ কুমারকে৷ অন্যদিকে রাবড়ি দেবীর চরিত্রে দেখা যাবে স্মৃতি সিনহাকে৷ পরের বছর ফেব্রুয়ারি মাসে মুক্তি পাবে ছবি৷ মূলত লালুর প্রসাদের রাজনৈতিক জীবনের গল্প উঠে আসবে এই ছবিতে৷ কীভাবে বিহারের এক সাধারণ ছেলে দেশের রাজনীতিতে নিজের জায়গা তৈরি করে, তা দেখানো হবে ছবিতে৷ বিহার ও গুজরাতের বেশ কিছু জায়গায় চলেছে লালটন ছবির শ্যুটিং৷