TRENDING:

এবার সিনেমায় আসতে চলেছেন লালু প্রসাদ যাদব, সঙ্গে রাবড়ি দেবী

Last Updated:

এবার সেই বায়োপিকের ভিড়ে সামিল লালু প্রসাদও৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: লালু প্রসাদকে এবার দেখা যাবে বড় পর্দায়৷ সঙ্গে রাবড়ি দেবীও৷ দু’জনেই এবার আসছেন সিলভার স্ক্রিনে! তাদের ছেলে তেজপ্রতাপ যাদবকে মাঝেমধ্যে দেখা যায় কৃষ্ণ বা শিব অবতারে সাজতে৷ তাহলে সেই থেকেই অনুপ্ররণা পেলেন লালু ও তাঁর পত্নী? না ঠিক তেমন নয়৷ আসলে লালু ও তাঁর স্ত্রীকে নিয়ে তৈরি হচ্ছে বায়োপিক৷
advertisement

যে কোনও ব্যক্তিত্বকে নিয়ে ছবি বানানোর চল রয়েছে বলিউডে৷ হাল আমলে বেশ কয়েকজন বিশিষ্টদের নিয়ে তৈরি হয়েছে বায়োপিক৷ এবার সেই বায়োপিকের ভিড়ে সামিল লালু প্রসাদও৷ লালুর দল রাষ্ট্রীয় জনতা দলের প্রতীক অনুযায়ী ছবির নাম লালটন৷ লণ্ঠন প্রতীকে ভোটে লড়তেন লালু৷ স্থানীয়ভাবে লণ্ঠনকে লালটন বলা হত৷ সেই থেকেই ছবির নামকরণ৷

আরও পড়ুন ছেলেকে নিয়ে জলের তলায় ডুব ! দেখুন কী কাণ্ড করলেন শিল্পা শেট্টি

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

লালু প্রসাদের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ভোজপুরি অভিনেতা যশ কুমারকে৷ অন্যদিকে রাবড়ি দেবীর চরিত্রে দেখা যাবে স্মৃতি সিনহাকে৷ পরের বছর ফেব্রুয়ারি মাসে মুক্তি পাবে ছবি৷ মূলত লালুর প্রসাদের রাজনৈতিক জীবনের গল্প উঠে আসবে এই ছবিতে৷ কীভাবে বিহারের এক সাধারণ ছেলে দেশের রাজনীতিতে নিজের জায়গা তৈরি করে, তা দেখানো হবে ছবিতে৷ বিহার ও গুজরাতের বেশ কিছু জায়গায় চলেছে লালটন ছবির শ্যুটিং৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
এবার সিনেমায় আসতে চলেছেন লালু প্রসাদ যাদব, সঙ্গে রাবড়ি দেবী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল