TRENDING:

Madhya Pradesh School Bill: চার লিটার রং করতে ২৩৩ জন শ্রমিক, ১ লক্ষের বিল! মধ্যপ্রদেশের সরকারি স্কুলে কী কাণ্ড? ঠিকাদারের হিসেব দেখে থ সবাই

Last Updated:

এই স্কুলটি মধ্যপ্রদেশের সাকন্ডি গ্রামে৷ সুধাকর কনস্ট্রাকশন নামে একটি সংস্থা ওই কাজের বরাত পেয়েছিল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রং করতে হবে একটি দেওয়াল৷ সবমিলিয়ে চার লিটার রংয়ের প্রলেপ পড়েছে৷ এইটুকু কাজের জন্যই সবমিলিয়ে ভাড়া করা হল ২৩৩ জন মিস্ত্রি এবং শ্রমিককে৷ খরচ হল ১ লক্ষ ৭ হাজার টাকা!
মধ্যপ্রদেশের স্কুলের বিলের ভাইরাল ছবি৷ ছবি এক্স থেকে
মধ্যপ্রদেশের স্কুলের বিলের ভাইরাল ছবি৷ ছবি এক্স থেকে
advertisement

দুর্নীতির এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে মধ্যপ্রদেশের শহদলে৷ সেখানে একটি সরকারি স্কুলে সংস্কার কাজের পর এমনই দুর্নীতির অভিযোগ উঠেছে৷ ওই কাজের বরাত যে ঠিকাদার সংস্থা পেয়েছিল, তাদের তৈরি করা বিল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷ সেই সূত্রেই এই দুর্নীতির পর্দাফাঁস হয়েছে৷

জানা গিয়েছে, এই স্কুলটি মধ্যপ্রদেশের সাকন্ডি গ্রামে৷ সুধাকর কনস্ট্রাকশন নামে একটি সংস্থা ওই কাজের বরাত পেয়েছিল৷ কাজের ফিরিস্তি দিয়ে ওই সংস্থা যে বিল জমা দিয়েছে, তাতে লেখা রয়েছে একটি দেওয়ালে চার লিটার রং করার জন্য ৬৫ জন মিস্ত্রি এবং ১৬৮ জন শ্রমিক বা সহকারীকে কাজে লাগানো হয়েছিল৷

advertisement

মধ্যপ্রদেশের নিপানিয়া গ্রামের একটি স্কুলেও একই ধরনের আরও একটি ঘটনা সামনে এসেছে৷ ওই স্কুলটিরও সংস্কার কাজের বরাত পেয়েছিল সুধাকর কনস্ট্রাকশন নামে ওই একই সংস্থা৷ সেখানে কুড়ি লিটার রং লাগানো, চারটি দরজা ও দশটি জানলা বসানোর খরচ বাবদ ২ লক্ষ ৩০ হাজার টাকার বিল জমা দেয় ওই সংস্থা৷

দ্বিতীয় স্কুলটির এই বিলের ক্ষেত্রে আরও চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে৷ দেখা যাচ্ছে, ঠিকাদার সংস্থাটি ওই বিল তৈরি করেছে গত ৫ মে৷ অথচ নিপানিয়া স্কুলের প্রধান শিক্ষক সেই বিলে অনুমোদন করে সই করেছেন ৪ এপ্রিল তারিখে৷

advertisement

ওই ঠিকাদার সংস্থার দাবি অনুযায়ী, দ্বিতীয় স্কুলটির ক্ষেত্রে কাজের জন্য ১৫০ জন মিস্ত্রি এবং ২৭৫ জন শ্রমিককে ভাড়া করা হয়েছিল৷ যদিও স্থানীয় সূত্রে খবর, ওই দুটি মিলিয়েও অতজন মিস্ত্রি এবং শ্রমিক পাওয়াই সম্ভব নয়৷

সেরা ভিডিও

আরও দেখুন
অপেক্ষার অবসান, কনকনে শীতে শুরু হয়ে গেল এবছরের পৌষমেলা! প্রথম দিনেই রেকর্ড ভিড়
আরও দেখুন

জেলা স্কুল শিক্ষা দফতরের আধিকারিক ফুল সিং মারপাছি জানিয়েছেন, ভাইরাল হওয়া এই দুটি বিলে দেখানো খরচ আদৌ কতটা যুক্তিযুক্ত এবং যথাযথ কি না, তা খতিয়ে দেখছে পুলিশ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Madhya Pradesh School Bill: চার লিটার রং করতে ২৩৩ জন শ্রমিক, ১ লক্ষের বিল! মধ্যপ্রদেশের সরকারি স্কুলে কী কাণ্ড? ঠিকাদারের হিসেব দেখে থ সবাই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল