এসব তো ছিলই এর মধ্যে ফের নতুন বিতর্ক শুরু হল বিহারের শিক্ষামন্ত্রী মেওলাল চৌধুরিকে নিয়ে। রাষ্ট্রীয় জনতা দল একটি ভিডিও শেয়ার করেছে ত্যিউটারে। সেকানে দেখা যাচ্ছে একটি স্কুলে জাতিয় পতাকা তুলছেন মেওলাল চৌধুরি। এবং তিনি জাতীয় সঙ্গীত গাইছেন। কিন্তু তিনি ঠিকভাবে গাইতে পারলেন জাতীয় সঙ্গীত। এই ভিডিও শেয়ার করে তারা লেখে, " বিহারের শিক্ষমন্ত্রী মেওয়ালাল ঠিক ভাবে জাতীয় সঙ্গীতও গাইতে পারেন না। নীতিশ কুমারজি একটুও লজ্জা বেঁচে আছে কি? বিবেককে কোথায় ডুবিয়ে ফেললেন?"
advertisement
এই ভিডিও দেখার সঙ্গে সঙ্গে সমালোচনার ঝড় ওঠে ট্যুইটারে। এই ভিডিও শেয়ার করেছেন অনেকেই। একজন এই ভিডিও শেয়ার করে লিখেছেন, ২০২০ সালের লজ্জা। যেখানে একজন শিক্ষমন্ত্রী জানেন না জাতীয় সঙ্গীত।"
আর একজন এই ভিডি শেয়ার করে লিকেছেন, প্রথম সারিতে দাঁড়ানো বাচ্চাদের মুখের অভিব্যক্তি দেখার মতো, " আরে এটা কবে হল?"
এই ভিডিও বহু মানুষ শেয়ার করেছেন। এবং সমালোচনায় ভরিয়েছেন নীতিশ কুমারের সরকারকে।