TRENDING:

হাজির থাকবেন প্রধানমন্ত্রী মোদি! ২০ নভেম্বরই গান্ধি ময়দানে শপথগ্রহণ নীতীশের? চূড়ান্ত হচ্ছে দিনক্ষণ

Last Updated:

Bihar Oath Ceremony Date: বিহার বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে মোদি-নীতীশের এনডিএ-জোট! এবার সরকার গঠনের পালা। সূত্রের খবর, সম্ভবত আগামী ২০ নভেম্বর বিহারের গান্ধি ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে বিহারের নবনির্বাচিত এনডিএ সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান।

advertisement
পটনা: বিহার বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে মোদি-নীতীশের এনডিএ-জোট! এবার সরকার গঠনের পালা। সূত্রের খবর, সম্ভবত আগামী ২০ নভেম্বর বিহারের গান্ধি ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে বিহারের নবনির্বাচিত এনডিএ সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান। এনডিএ-স্তরে খবর, খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একইসঙ্গে দিল্লির অন্যান্য প্রথম সারির এনডিএ নেতারাও এই মেগা শপথ গ্রহণ অনুষ্ঠানের সন্ধ্যায় উপস্থিত থাকবেন বলেই আশা করা হচ্ছে।
বিহারে এনডিএ সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান
বিহারে এনডিএ সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান
advertisement

বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ রাজ্যের ২৪৩টি আসনের মধ্যে ২০২টি আসন জিতে কার্যত চমকপ্রদ ফল করেছে। জোটের দুটি প্রধান দল – বিজেপি এবং নীতীশ কুমারের জেডি(ইউ) যথাক্রমে ৮৯টি এবং ৮৫টি আসন জিতেছে।

আরও পড়ুন: শুধু লক্ষ্মী নয়…, নারায়ণদের জন্যও! বিহারে NDA-র বিপুল জয়ের পর বাংলায় বড় ঘোষণা বিজেপির, যা বললেন সুকান্ত মজুমদার!

advertisement

অন্যদিকে, এনডিএ-র ঝোড়ো জয়ের সামনে কার্যত মুখ থুবড়ে পড়েছে তেজস্বী-রাহুলদের ‘মহাজোটবন্ধন’। আরজেডি মাত্র ২৫টি আসন পেয়েছে, কংগ্রেস ৬টিতে এসে থেকেছে এবং বামপন্থী দলগুলি সবমিলিয়ে মাত্র ৩টি আসন পেয়েছে। বিএসপি এবং আইআইপি একটি করে আসন পেয়েছে।

আরও পড়ুন: ভুটানে ১০০ ভারতীয় টাকার ‘দাম’ কত জানেন…! আপনার লাভ না ক্ষতি, আসল ‘উত্তর’ জানুন!

advertisement

সূত্রের খবর, মুখ্যমন্ত্রী নীতীশ কুমার সোমবার মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন। ১৭তম বিধানসভা ভঙ্গের অনুমোদন নিয়ে রাজভবনে গিয়ে সোমবারই নীতীশ তাঁর ইস্তফা দেবেন— এমনটাই রাজনৈতিক মহলের জল্পনা। এরপরই এনডিএ আনুষ্ঠানিক ভাবে সরকার গঠনের দাবি জানাবে।

আরও পড়ুন: পালং, সর্ষে ছাড়ুন…! শীতকালে খান সস্তার ‘ছোলা শাক’! সুগার, কোলেস্টেরলে ব্রক্ষ্মাস্ত্র-সমান! ওজন রাখে কন্ট্রোলে, ‘আসল’ উপকারটি শুনলে ঝাঁপিয়ে পড়বেন বাজারে!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পড়ুয়াদের তৈরি খাবার নিয়ে ফুড ফেস্টভ্যাল স্কুলে, চিকেন ফুচকা থেকে কোল্ড কফি সব আছে
আরও দেখুন

শপথ গ্রহণের প্রস্তুতিও জোরকদমে চলছে। পাটনার গান্ধি ময়দানে অনুষ্ঠান আয়োজনের কাজ শুরু হয়েছে। সূত্রের খবর, সম্ভবত আগামী ২০ নভেম্বর— প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কর্মসূচির উপর নির্ভর করে শপথ গ্রহণ হতে পারে। বিজেপি-শাসিত রাজ্যের একাধিক মুখ্যমন্ত্রীরও উপস্থিত থাকার কথা এই শপথ গ্রহণ অনুষ্ঠানে।

বাংলা খবর/ খবর/দেশ/
হাজির থাকবেন প্রধানমন্ত্রী মোদি! ২০ নভেম্বরই গান্ধি ময়দানে শপথগ্রহণ নীতীশের? চূড়ান্ত হচ্ছে দিনক্ষণ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল