আরও পড়ুন: শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনা শিখতে ত্রিপুরায় আসা উচিত! তৃণমূল নেতাদের তোপ মানিক সাহার
আরও পড়ুন: ৫ টাকা ডেলিভারি ফি দিতে লিঙ্কে ক্লিক, ফ্যাশন ডিজাইনারের সঙ্গে যা ঘটল, শিউরে উঠবেন!
গোপালগঞ্জের বাসিন্দা বিপিন কুমার পাসওয়ান বন্ধুদের সঙ্গে মোমো খাওয়ার প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। পরপর মোমো খেতে খেতে হঠাৎই মাটিতে লুটিয়ে পড়েন সেই যুবক। সঙ্গে সঙ্গে বন্ধুরা তাঁকে হাসপাতালে নিয়ে ছোটেন, কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। সংবাদমাধ্যমের সূত্র, প্রায় ১৫০টি মোমো খেয়েছিলেন সেই যুবক।
advertisement
মৃতের বাবার অভিযোগ, প্রতিযোগিতার নাম করে ছেলেকে ভুলিয়ে নিয়ে গিয়ে বন্ধুরাই তাঁকে বিষ খাইয়ে মেরে ফেলেছেন। যদিও স্থানীয় পুলিশ আধিকারিক জানান, মৃতের পরিবার থেকে এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি। হলেই সঙ্গে সঙ্গে তাঁরা তদন্ত শুরু করবেন। পুলিশ খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে গিয়েছিল, মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত রিপোর্ট আসেনি।