TRENDING:

Google Maps: যাওয়ার কথা ছিল গোয়া, গুগল ম্যাপস পৌঁছে দিল গভীর জঙ্গলে! আতান্তরে পরিবার

Last Updated:

সারা রাত গাড়িতে বসে থাকার পর রঞ্জিৎ দাস নামে ওই ব্যক্তি প্রায় চার কিলোমিটার হেঁটে গিয়ে মোবাইল নেটওয়ার্ক পান৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বেঙ্গালুরু: বিহার থেকে ছুটি কাটাতে গাড়িতে গোয়া যাচ্ছিল একটি পরিবার৷ পথ চেনার জন্য ভরসা ছিল গুগল ম্যাপস৷ শেষ পর্যন্ত গুগল ম্যাপস-এর দেখানো পথে এগোতে গিয়ে গাড়ি নিয়ে হিংস্র জন্তু ভর্তি কর্ণাটকের গভীর জঙ্গলে রাত কাটাতে হল ওই পরিবারটিকে৷
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

পরিস্থিতি এমন দাঁড়ায় যে শেষ পর্যন্ত দিনের আলো ফোটার পর এক কিলোমিটার হেঁটে গিয়ে মোবাইল নেটওয়ার্কের খোঁজ পান গাড়ির যাত্রীরা৷ শেষ এমার্জেন্সি নম্বরে ফোন করার পর পুলিশ গিয়ে স্থানীয় গ্রামবাসীদের সাহায্যে পরিবারটিকে গাড়ি সমেত জঙ্গলের ভিতর থেকে উদ্ধার করে৷

কিছু দিন আগেই বিহারে গুগল ম্যাপস-এর ভরসায় গাড়ি চালাতে গিয়ে অসম্পূর্ণ সেতু থেকে নদীতে পড়ে গিয়ে মৃত্যু হয়েছিল তিন যাত্রীর৷ তার পরে এই ঘটনা গুগল ম্যাপস পথ চেনাতে কতটা নির্ভরযোগ্য, তা নিয়ে ফের প্রশ্ন তুলে দিল৷

advertisement

আরও পড়ুন: ইউনূসের সামনেই নির্যাতনের প্রতিবাদ, সরব বিখ্যাত কবি ফরহাদ মজহার! মুখ পুড়ল বাংলাদেশের

পুলিশ জানিয়েছে, গোয়া যেতে গিয়ে কর্ণাটকের বেলগাভি জেলার ভিমগড়ের জঙ্গলে পৌঁছে যায় রঞ্জিৎ দাস নামে ওই ব্যক্তির পরিবার৷ রাতের অন্ধকারে গভীর জঙ্গলে ঢুকে পথ হারিয়ে ফেলে তারা৷ মোবাইল নেটওয়ার্ক কাজ না করায় কার্যত অসহায় অবস্থায় সারারাত গাড়ির ভিতরেই বসে থাকেন যাত্রীরা৷

advertisement

গত ৪ ডিসেম্বর এই ঘটনা ঘটে৷ এন়ডিটিভি-তে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, কর্ণাটকের শিরোলি এবং হেম্মাদাগা এলাকা হয়ে গোয়ার দিকে এগনোর পথ দেখায় গুগল ম্যাপস৷ সেই পথ অনুসরণ করে ভিমগড়ের জঙ্গলের ৭ থেকে ৮ কিলোমিটার গভীরে পৌঁছে যায় ওই পরিবারটি৷ সারা রাত গাড়িতে বসে থাকার পর রঞ্জিৎ দাস নামে ওই ব্যক্তি প্রায় চার কিলোমিটার হেঁটে গিয়ে মোবাইল নেটওয়ার্ক পান৷ এর পর এমার্জেন্সি নম্বর ১১২-তে ফোন করে পুলিশের সাহায্য চান তিনি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

পুলিশই জানিয়েছে, জঙ্গলের যে অংশে পরিবারটি আটকে পড়ে সেখানে হিংস্র জন্তু জানোয়ারও রয়েছে৷ কয়েকদিন আগে ওই জায়গাতেই হিংস্র জন্তুর আক্রমণে গুরুতর আহত হন এক কৃষক৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Google Maps: যাওয়ার কথা ছিল গোয়া, গুগল ম্যাপস পৌঁছে দিল গভীর জঙ্গলে! আতান্তরে পরিবার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল