পটনা: শেষ দফার ভোটগ্রহণ শেষ হওয়ার পরই একের পর এক বুথফেরত সমীক্ষার ফলাফল সামনে এসেছে। দুই দফায় মোট ২৪৩টি আসনে ভোটগ্রহণ হয়েছে। এবার ফলের অপেক্ষা, ১৪ নভেম্বর বিহার ভোটের ফল। কিন্তু তার আগেই একের পর এক এক্সিট পোলে এনডিএ-কে এগিয়ে রাখা হচ্ছে, আর অনেকটাই পিছিয়ে পড়েছে ইন্ডিয়া জোট।
advertisement
Axis My India–র এক্সিট পোল অনুযায়ী, এনডিএ পেতে পারে ১২১ থেকে ১৪১ আসন। মহাগঠবন্ধন পেতে পারে ৯৮-১১৮ আসন। প্রশান্ত কিশোরের জন সুরজ পার্টি পেতে পারে ০-২ আসন। News18-এর সমীক্ষায় উঠে এসেছিল ১৪০ থেকে ১৫০টি আসন পেতে পারে এনডিএ জোট। অন্য দিকে ইন্ডিয়া জোট পেতে পারে ৮৫-৯৫টি আসন। P-MARQ এর সমীক্ষাতেও পিছিয়ে কংগ্রেস-আরজেডি। ১৪২-১৬২টি আসন পেতে পারে এনডিএ, ৮০ থেকে ৯৮টি আসন পেতে পারে কংগ্রেসের জোট। জেভিসি সমীক্ষা অনুযায়ী ১৩৫-১৫০টি আসন পেতে পারে এনডিএ জোট। ৮৮-১০৩টি আসন পেতে পারে ইন্ডিয়া জোট।
আর বুধবার Vote Vibe-এর এক্সিট পোলেও এনডিএ-রই জয়জয়কার। তাদের এক্সিট পোল অনুযায়ী, ১২৫-১৪৫ আসন পেতে পারে এনডিএ জোট। এদিকে, মহাগঠবন্ধন পেতে পারে ৯৫-১১৫ আসন। আর প্রশান্ত কিশোরের জন সুরজ পার্টি পেতে পারে ০-২ আসন।
এদিকে, পিউপলস পালসের মতে ১৩৩-১৫৯টি আসন পেতে পারে NDA, মহাগঠবন্ধন ৭৫-১০১। ম্যাটরাইজের সমীক্ষায় নীতীশের জয়জয়কার, NDA পাবে ১৪৭-১৬৭, INDIA: ৭০-৯০। পিপল ইনসাইটের জনমত সমীক্ষাতে NDA পেতে পারে ১৩৩ থেকে ১৪৮টি আসন। মহাগঠবন্ধন পাবে ৮৭ থেকে ১০২টি আসন।
অর্থাৎ, সব বুথফেরত সমীক্ষাতেই এগিয়ে এনডিএ। প্রথম দফায় ভোট বিহারে ভোট হয়েছিল ১২১টি আসনে। নিউজ১৮-এর সমীক্ষায় এনডিএ পেতে পারে ৬০-৭০টি আসন। এর মধ্যে বিজেপি ২০ থেকে ৩০, জেডিইউ ৩৫-৪৫ এবং এলজেপি ০-৫টি আসন।
(বুথ ফেরত সমীক্ষার ফলাফল প্রকৃত ফলাফল নয়৷ এর সঙ্গে মূল ফলাফল মিলতে না-ও পারে৷ আবার অনেক সময়েই বুথ ফেরত সমীক্ষার সঙ্গে মিলে যায় নির্বাচনের আসল ফলাফল৷)
