ছাপড়া সদর ব্লকের রামকোলভা এলাকার বাসিন্দা ২৩ বছর বয়সি শ্যাম কুমারের আরও ৬ ভাইবোন আছে। কিন্তু বয়সে সবথেকে ছোট শ্যামই খর্বকায়। বাকিরা স্বাভাবিক উচ্চতার। উচ্চতা অস্বাভাবিক কম হওয়ার জন্য তাঁর জন্য পাত্রী খুঁজে পাচ্ছিলেন না পরিবার পরিজনরা। অনেক সন্ধানের পর অবশেষে রেণুর খোঁজ পাওয়া যায়।
আরও পড়ুন : সূর্যাস্তের পর ঘরের এই কাজগুলি করলে ঋণের জালে ডুবে যাবেন, জানুন সুখী সংসারের বাস্তু টিপস
advertisement
শ্যামের মতো সমস্যায় পড়েছিলেন রেণুর বাড়ির লোকজনও। ছাপড়ার ভাওয়ালপুর এলাকার মাধাউরা এলাকার এই পরিবার রেণুর জন্য উপযুক্ত পাত্রের সন্ধান করছিলেন। কিন্তু খর্বকায় রেণুর জন্য পাত্র খুঁজেই পাচ্ছিলেন না তাঁরা। অবশেষে তাঁরা জানতে পারেন শ্যামের কথা। তাঁদের বিয়ের সম্বন্ধ করা হয়। প্রসঙ্গত রেণুও তাঁর চার ভাই ও দুই বোনের মধ্যে একাই খর্বকায়।
শুক্রবার এক হয় শ্যাম ও রেণুর চার হাত। তাঁরা একে অন্যকে পেয়ে খুশি। তাঁরা জানান যে সমবয়সি বাকিদের দেখে তাঁদেরও বিয়ের ইচ্ছে হয়েছিল। অবশেষে জীবনসঙ্গীকে পেয়ে পূর্ণ হয়েছে জীবনের স্বপ্ন।