বুধবার সকালে, নীতীশ কুমার বিহার বিধানসভায় তাঁর অফিসে সাংবাদিকদের বলেছেন, তিনিও কোনও এক সময়ে রাজ্যসভার সদস্য হতে চান। এখনও পর্যন্ত, তিনি বিহার বিধানসভা, বিধান পরিষদ এবং লোকসভার সদস্য হয়েছেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় নীতীশ কুমারের করা মন্তব্য নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। ১৬ বছর ধরে বিহারের মুখ্যমন্ত্রী থাকা নীতিশ কুমার একটি নতুন ভূমিকার জন্য আগ্রহী। এটা এখন ওপেন সিক্রেট যে তিনি ভাইস প্রেসিডেন্টের পদে বসতেও কিছু কম আগ্রহী নন। যে পদটি আগামী কয়েকদিনের মধ্যে শূন্য হয়ে যাবে।
advertisement
আরও পড়ুন: পুতিনের পরিণতি কী? সেই বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী শুনেই চমকে যাচ্ছে বিশ্ব! এবারও মিলবে?
নীতীশ কুমারকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি নালন্দা থেকে সংসদে প্রতিদ্বন্দ্বিতা করার কথা বিবেচনা করছেন কি না, যেহেতু তিনি এখন বিলুপ্ত লোকসভা কেন্দ্র বারহ সফর করছেন, যেখান থেকে তিনি পাঁচবার জিতেছেন। বারহের প্রধান অংশ এখন নালন্দায়। যদিও নীতীশ কুমারের জবাব, "তেমন কোনও সুযোগ নেই"। কিন্তু তিনি রাজ্যসভার সদস্য হতে চান কিনা জানতে চাইলে নীতীশ কুমার বলেন, "রাজ্যসভায় যেতে আমার আপত্তি নেই কিন্তু আপাতত, মুখ্যমন্ত্রীর দায়িত্ব আমার আছে। আমি ১৬ বছরেরও বেশি সময় ধরে মুখ্যমন্ত্রী। তাই আমি ঠিক জানি না..."
নীতীশ কুমারের এহেন ইচ্ছাকে রাজনৈতিক মহলে বিভিন্নভাবে ব্যাখ্যা করা হচ্ছে। বিহারের এনডিএ নেতাদের একাংশের মতে, তিনি ইতিমধ্যেই দিল্লিতে একটি লোভনীয় 'অফারের' ইঙ্গিত পেয়েছেন বা তিনি বিজেপি নেতৃত্বের দিকে এমন একটি ধারণা এগিয়ে দিচ্ছেন যে, তিনি দিল্লিতে যেতে প্রস্তুত। তবে তা উল্লেখযোগ্য কিছুর জন্য।
আরও পড়ুন: বিপুল ঋণের বোঝা, চরম খাদ্যসংকট, নেই জ্বালানিও! কীভাবে বাঁচবে এই প্রতিবেশী দেশ?
নীতীশ কুমার ২০২০ সালের বিহার বিধানসভা নির্বাচনে টানা দ্বিতীয় বারের মেয়াদে জিতেছেন কিন্তু বিজেপি-নেতৃত্বাধীন জোটে তাঁর দল বিজেপির থেকে কম আসন পেয়েছে। এবং সামগ্রিকভাবে বিহারে তৃতীয় স্থানে রয়েছে।