TRENDING:

Bihar Assembly Elections: বিহারে ভোটের আগে চিন্তা বাড়ল বিজেপি-র, আসন রফার আগেই বড় হুঁশিয়ারি দিল কোন শরিক?

Last Updated:

বিহার নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গেলেও এখনও এনডিএ-এর জোট শরিকদের মধ্যে আসন রফা হয়নি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
এতদিন চিন্তা ছিল চিরাগ পাসওয়ানের এলজেপি-কে নিয়ে৷ এবার বিজেপি-র চিন্তা বাড়ালেন জিতেন রাম মাজি৷ বিহারের বিধানসভা ভোটের আগে বিজেপি এবং জেডিইউ-কে বড় হুঁশিয়ারি দিয়ে রাখলেন তিনি৷
বিহার ভোটে চিন্তা বাড়ল এনডিএ-এর৷ ফাইল ছবি, পিটিআই
বিহার ভোটে চিন্তা বাড়ল এনডিএ-এর৷ ফাইল ছবি, পিটিআই
advertisement

জিতেন রাম মাঝি জানিয়েছেন, বিহারের ভোটে তাঁর দল হিন্দুস্তান আওয়াম মোর্চাকে যদি অন্তত ১৫টি আসনে লড়তে না দেওয়া হয়, তাহলে তারা নির্বাচনেই লড়বেন না৷

তবে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী অবশ্য জানিয়ে দিয়েছেন, পছন্দ মতো আসন না পেলেও এনডিএ ছেড়ে বেরোবে না তাঁর দল৷ মাঝিকে শান্ত করতে বিজেপি সভাপতি জে পি নাড্ডা তাঁর সঙ্গে কথা বলেছেন বলে সূত্রের খবর৷

advertisement

মাঝি বলেন, আমরা এনডিএ-র কাছে এই অনুরোধ করছি কারণ আমরা অপদস্থ হতে চাই না৷ আমরা সম্মানজনক আসন সংখ্যা চাইছি যাতে রাজনৈতিক দল হিসেবে নিজেদের স্বীকৃতি আমরা ধরে রাখতে পারি৷ আমরা যদি প্রস্তাবিত সংখ্যা মতো আসন না পাই, তাহলে আমরা ভোটে লড়ব না৷ আমরা এনডিএ-কেই সমর্থন করব, কিন্তু ভোটে লড়ব না৷ আমি মুখ্যমন্ত্রী হতে চাই না৷ আমি শুধু চাই আমার দলের স্বীকৃতিটুকু থাক৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুলিশ কর্মীদের মানবিক উদ্যোগ, বানিয়ে ফেললেন আস্ত স্কুল! এবার মিড ডে মিল নিয়েও বড় পরিকল্পনা
আরও দেখুন

বিহার নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গেলেও এখনও এনডিএ-এর জোট শরিকদের মধ্যে আসন রফা হয়নি৷ সূত্রের খবর, ২৪৩টি আসনের মধ্যে বিজেপি এবং জেডিইউ ১০০টি করে আসনে লড়তে পারে৷ চিরাগ পাসওয়ানের এলজেপি পেতে পারে ২৪টি আসন৷ প্রাথমিক ভাবে খবর, মাঝির হ্যাম-এর জন্য দশটি আসন ধরে রাখা হয়েছে৷ উপেন্দ্র কুশাওয়ার দল পেতে পারে ছটি আসন৷ এ দিকে চিরাগ পাসওয়ানও ইঙ্গিত দিয়েছেন, তিনি অন্তত ৪০টি আসনে লড়তে চান৷ জোট ছেড়ে বেরিয়ে যাওয়ার পথও খোলা আছে বলে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন পাসওয়ান৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Bihar Assembly Elections: বিহারে ভোটের আগে চিন্তা বাড়ল বিজেপি-র, আসন রফার আগেই বড় হুঁশিয়ারি দিল কোন শরিক?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল