TRENDING:

বিহারে বদলে যাবে সব অঙ্ক, কার সঙ্গে হাত মেলাতে পারেন প্রশান্ত কিশোর? জোর জল্পনা

Last Updated:

শেষ পর্যন্ত প্রথমবার বিহারের নির্বাচনী লড়াইয়ে পুরোদমে নেমে প্রশান্ত কিশোর কতটা সাফল্য পাবেন, তা সময়ই বলবে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গতকালই বিহারের বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন৷ আর তার পর থেকেই বিহারের রাজনৈতিক দলগুলির ভোট কৌশল এবং আসন রফার নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে৷ এনডিএ, ইন্ডিয়া জোটের বাইরেও এবার বিহারের নির্বাচনে অন্যতম প্রধান ফ্যাক্টর প্রশান্ত কিশোরের রাজনৈতিক দল জন সূরজ পার্টি৷
News18
News18
advertisement

শেষ পর্যন্ত প্রথমবার বিহারের নির্বাচনী লড়াইয়ে পুরোদমে নেমে প্রশান্ত কিশোর কতটা সাফল্য পাবেন, তা সময়ই বলবে৷ কিন্তু তাঁকে কেন্দ্র করে বিহারের রাজনীতিতে ইতিমধ্যেই বিভিন্ন ধরনের সম্ভাবনা নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে৷ যার মধ্যে অন্যতম হল প্রশান্ত কিশোরের জন সূরজ পার্টির সঙ্গে চিরাগ পাসওয়ানের এলজেপি-র জোট৷

ইতিমধ্যেই জানা গিয়েছে, এবারের বিধানসভা নির্বাচনে বিহারে অন্তত ৪০ থেকে ৪৫টি আসনে লড়তে চান এনডিএ জোটে থাকা চিরাগ৷ গত বছর লোকসভা নির্বাচনে পাঁচটি আসনে লড়ে পাঁচটিতেই জয় পায় এলজেপি৷ তার পরে চিরাগের দাবি আরও জোরাল হয়েছে৷ চিরাগের সঙ্গে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সম্পর্কও ভাল নয়৷ ফলে বিজেপি-র কাছেই নিজের দাবি নিয়ে দরবার করবেন চিরাগ৷ যদিও বিজেপি এবং নীতীশের জেডিইউ যে চিরাগকে এতগুলি আসন ছাড়বে না, তা ধরেই নেওয়া হচ্ছে৷ সেক্ষেত্রে শেষ পর্যন্ত চিরাগকে কতগুলি আসন দিয়ে বিজেপি সন্তুষ্ট করতে পারে, সেটাই দেখার৷

advertisement

চিরাগ পাসওয়ান ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, পছন্দ মতো আসন না পেলে এনডিএ জোট ভেঙে বেরিয়ে যাওয়ার পথও তাঁর কাছে খোলা রয়েছে৷ এলজেপি সূত্রে অবশ্য দাবি করা হচ্ছে, আসন রফা নিয়ে এখনও বিজেপি-র সঙ্গে তাঁদের আলোচনাই শুরু হয়নি৷ ফলে এখনই বেশি কিছু ভাববার অবকাশ নেই৷

যদিও আসন রফা নিয়ে চিরাগের সঙ্গে বিজেপি এবং জেডিইউ-এর এই সম্ভাব্য বিরোধের উপর ভিত্তি করেই এলজেপি-র সঙ্গে প্রশান্ত কিশোরের জন সূরজ পার্টির জোট নিয়ে জল্পনা ছড়িয়েছে৷ এই সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া না গেলেও বর্তমান পরিস্থিতিতে চিরাগ নিজে এতবড় ঝুঁকি নেবেন কি না, তা নিয়ে সংশয় থাকছেই৷

advertisement

কারণ চিরাগ নিজে দীর্ঘদিন ধরে বিহারের মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অন্যতম আস্থাভাজন নেতাও তিনি৷ ফলে ভোটের লড়াইয়ে প্রশান্ত কিশোরের মতো নতুন কারও হাত ধরার ঝুঁকি তিনি এখনই নেবেন, এমনটা মনে করছেন না রাজনৈতিক বিশ্লেষকরা৷

গতমাসেই এনডিটিভি-কে দেওয়া একটি সাক্ষাৎকারে চিরাগ পাসওয়ান বলেছিলেন, আমি ভাল আসন চাই৷ কিন্তু এ নিয়ে এখনই প্রকাশ্যে কিছু বলব না৷ কারণ তা জোট ধর্মের পরিপন্থী হবে৷ বিহারের সব কেন্দ্রে ২০ থেকে ২৫ হাজার ভোটারের উপরে আমার প্রভাব আছে৷ যে কোনও সময়ই জোট ভেঙে বেরিয়ে যাওয়ার পথ আমার সামনে খোলা আছে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হাত দিয়ে হাঁটা, পা দিয়ে চশমা পরা, কী অদ্ভুত পারদর্শিতা! না দেখলে বিশ্বাস হবে না
আরও দেখুন

সূত্রের খবর, তাদের যাতে ভাল আসনে লড়তে দেওয়া হয়, সে বিষয়ে অনমনীয় মনোভাব নিয়েছে এলজেপি৷ চিরাগের এই সমস্ত দাবি পূরণ না হলে শেষ পর্যন্ত তিনি সত্যিই প্রশান্ত কিশোরের হাত ধরবেন কি না, তা নিয়েই বিহারে এখন আলোচনা চলছে৷

বাংলা খবর/ খবর/দেশ/
বিহারে বদলে যাবে সব অঙ্ক, কার সঙ্গে হাত মেলাতে পারেন প্রশান্ত কিশোর? জোর জল্পনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল