পটনা: বিহারের ফল নিয়ে অবশেষে প্রতিক্রিয়া জানাল কংগ্রেস। বিহারে নবম রাউন্ড শেষে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পথে এনডিএ। নীতীশের জেডিইউ এবং বিজেপি দুই দলই বুথফেরত সমীক্ষার ফলকে সত্যি করে দেখিয়েছে।
বিধানসভা নির্বাচনের আগে বিহারে ‘ভোটার অধিকার যাত্রা’ করেছেন রাহুল গান্ধিরা। তবে এখনও পর্যন্ত গণনার যা আভাস, ইভিএমে তার প্রতিফলন ঘটেনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪টি আসনে এগিয়ে কংগ্রস, আরজেডি এগিয়ে ২৯টি আসনে। প্রসঙ্গত, ১৪৩টি আসনে লড়েছে তেজস্বীর আরজেডি, ৬১টি আসনে লড়েছিল কংগ্রেস। অন্য দিকে, বামেরা এগিয়ে ৬টি আসনে।
advertisement
আরও পড়ুন: গ্রেফতারিতে পদ হারাবেন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী! নয়া বিলের যৌথ প্যানেলে নেই কং-TMC-DMK
গণনার মাঝপর্বেই দলের পিছিয়ে পড়া নিয়ে মুখ খুললেন বিহার ভোটে কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেতা অশোক গেহলট। তিনি বলেন, “বিহারের ফল হতাশাজনক, এতে কোনও সন্দেহ নেই।” তাঁর দাবি, ভোটের প্রচার চলাকালীনও সেখানে মহিলাদের ১০০০ টাকা করে দেওয়া হয়েছে। কমিশন সব দেখেও নীরব দর্শকের ভূমিকায় ছিল। কেন তা বন্ধ করা হয়নি, তা নিয়ে প্রশ্ন তোলেন বিহার ভোটে কংগ্রেসের পর্যবেক্ষক।
আরও পড়ুন: SIR ফর্ম বিলি করতে কোথায় কোথায় সমস্যা হচ্ছে? কত দিন লাগবে, রাতে বৈঠকে বসছে নির্বাচন কমিশন
২০১৫ সাল থেকে ক্ষমতায় রয়েছেন নীতীশ কুমার, এবার কংগ্রেস এবং আরজেডি জোর প্রচার চালিয়েছিল প্রতিষ্ঠান বিরোধী হাওয়া তোলার জন্য। কিন্তু বাস্তবে দেখা গেল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেল বিজেপি এবং আরজেডি। এমতাবস্থায় বিহারের বিরোধী রাজনীতি কোন দিকে মোড় নেয় তা-ই দেখার।
