মেয়াদ বাড়ানো ট্রেনগুলির মধ্যে রয়েছে ট্রেন নং ০৫৬০৯/০৫৬১০ (গুয়াহাটি–সাইরাং–গুয়াহাটি)। এই ট্রেনটি উভয় দিক থেকে মোট তিনটি করে ট্রিপ করবে। ২৬, ২৮ ও ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখে গুয়াহাটি থেকে সকাল ৬টায় রওনা দিয়ে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে সাইরাং পৌঁছাবে। ফিরতি পথে ২৭, ২৯ ও ৩১ ডিসেম্বর সাইরাং থেকে সকাল ৬টায় ছেড়ে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে গুয়াহাটি পৌঁছাবে।
advertisement
এছাড়াও ট্রেন নং ০৫৬২৮/০৫৬২৭ (আগরতলা–গুয়াহাটি–আগরতলা) সাপ্তাহিক স্পেশাল ট্রেনটির পরিষেবা বাড়ানো হয়েছে। ১ জানুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় আগরতলা থেকে ছেড়ে পরদিন সকাল ৮টা ৪৫ মিনিটে গুয়াহাটি পৌঁছাবে। ফিরতি ট্রেনটি ২ জানুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি শুক্রবার দুপুর ১টা ১৫ মিনিটে গুয়াহাটি থেকে যাত্রা শুরু করে পরদিন ভোর ৪টা ১০ মিনিটে আগরতলা পৌঁছাবে।
উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানান, শিলিগুড়ি ও আগরতলা রুটে যাত্রী চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই ট্রেনে ভিড়ের কারণে অসুবিধা হচ্ছিল। এই স্পেশাল ট্রেন চালু থাকায় যাত্রীরা প্রয়োজনে ট্রেন বদলে সহজে যাতায়াত করতে পারবেন। ট্রেনগুলির বিস্তারিত তথ্য আইআরসিটিসি ওয়েবসাইট ও রেলের সোশ্যাল মিডিয়ায় জানানো হচ্ছে।
