TRENDING:

Bihar Assembly Election: বিহারে প্রথম দফায় ভোটের হার আরও কিছুটা বাড়ল! জানাল নির্বাচন কমিশন

Last Updated:

Bihar Assembly Election: বিহারে চূড়ান্ত ভোট শতাংশ পাওয়া গেল, আরও বাড়ল ভোটের শতাংশ। আগে বিহারে ভোটের শতাংশ ছিল ৬৪.৬৬ শতাংশ। তবে চূড়ান্ত ভোট শতাংশ প্রকাশ করে নির্বাচন কমিশন জানাল বিহারে প্রথম দফায় ভোট পড়ল ৬৫.০৮ শতাংশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বিহারে আরও বাড়ল ভোট শতাংশ
বিহারে আরও বাড়ল ভোট শতাংশ
advertisement

পটনা: বিহারে চূড়ান্ত ভোট শতাংশ পাওয়া গেল, আরও বাড়ল ভোটের শতাংশ। আগে বিহারে ভোটের শতাংশ ছিল ৬৪.৬৬ শতাংশ। তবে চূড়ান্ত ভোট শতাংশ প্রকাশ করে নির্বাচন কমিশন জানাল বিহারে প্রথম দফায় ভোট পড়ল ৬৫.০৮ শতাংশ।

নির্বাচন কমিশন জানিয়েছে, প্রথম দফায় বিহারে ভোট দিয়েছেন 3 কোটি 75 লক্ষ মানুষ। কমিশন জানিয়েছে এবার ভোট দানে রেকর্ড গড়েছে বিহার। 2020 সালে ওই এলাকায় যা ভোট পড়েছিল তার থেকে এবার 7.79 শতাংশ ভোট বাড়ল

advertisement

আরও পড়ুন: ২০ ডিগ্রির নীচে নামতে পারে কলকাতার তাপমাত্রা, জাঁকিয়ে শীত রাজ্যে, দিনক্ষণ জানাল আবহাওয়ার দফতর

প্রথম দফায় বিহারে 18টি জেলার মোট 121টি আসনে ভোটগ্রহণ হয়েছে 6 নভেম্বর সেখানেই 65.08 শতাংশ ভোট পড়েছে এর মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে মুজফ্ফরপুর জেলায় (71.81 শতাংশ), দ্বিতীয় স্থানে রয়েছে (71.74 শতাংশ)। মধেপুরা (৬৯.৫৯), সহরসা (৬৯.৩৮), বৈশালী (৬৮.৫০) এবং খাগাড়িয়া (৬৭.৯০) জেলা। তুলনায় কম ভোট পড়়েছে পটনা (৫৯.০২), সিওয়ান (৬০.৬১)-এর মতো জেলাগুলিতে। রাজ্যে পরবর্তী ভোটগ্রহণ অর্থাৎ দ্বিতীয় দফায় ভোটগ্রহণ আগামী ১১ নভেম্বর। ওই দিন বিহারের ২০ টি জেলার  ১২২ টি আসনে ভোট হওয়ার কথা।

advertisement

আরও পড়ুন: অলিম্পিক্স ক্রিকেটে দেখাই হবে না ভারত-পাকিস্তানের! সুযোগ পাওয়ায় নিয়েই সংশয়ে পাকিস্তান

নির্বাচন কমিশনের মতে, বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটার উপস্থিতি ছিল ৬৪.৬৬ শতাংশ। ১৯৫১ সালের পর এটি সর্বোচ্চ এবং ৭৫ বছরে এটি প্রথমবার। এর আগে ১৯৯৮ সালে সর্বোচ্চ ৬৪ শতাংশ ভোট পড়েছিল। মুজাফফরপুর এবং সমস্তিপুরে ভোটার উপস্থিতি এদিন ছিল ৭০ শতাংশেরও বেশি। এসআইআর-সহ নানা ইস্যুতে শুরু থেকেই উত্তপ্ত ছিল বিহার, ভোট শতাংশ বাড়ার জেরে খুশি সব মহলেই।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
স্কুলটাই যেন তাঁর সংসার, ছাত্রীরা পরিবার! দক্ষ প্রধান শিক্ষিকা, এবার দ্রোণাচার্য সম্মান তা
আরও দেখুন

বাংলা খবর/ খবর/দেশ/
Bihar Assembly Election: বিহারে প্রথম দফায় ভোটের হার আরও কিছুটা বাড়ল! জানাল নির্বাচন কমিশন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল