এদিন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহ বলেন, ‘‘যাঁরা এখনকার বিহারকে চেনেন, তাঁরা জানেন বিহার আর ‘জঙ্গল রাজ’ চায় না৷ বিহারের মানুষ আর অরাজকতা পছন্দ করেন না, না তাঁরা চান কোনও দুর্নীতিগ্রস্ত নেতার হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে৷’’
আরও পড়ুন: মধ্যরাতে বিস্ফোরণ! গুঁড়িয়ে গেল উমর নবির পুলওয়ামার বাড়ি, এলাকা ঘিরে ফেলল সেনা
advertisement
এরপরেই বিহারের বেগুসরাইয়ের বিজেপি সাংসদ গিরিরাজ দাবি করেন, ‘‘আমি ভোটের প্রথম দিন থেকে বলছি এনডিএ সরকার গড়বে এবং এখন প্রাথমিক ট্রেন্ডও তাই দেখা যাচ্ছে৷ রেজাল্ট সবাই দেখতে পাবে৷ আমি বলে দিচ্ছি, বিহারের জয় আমাদের৷ এবার বাংলার পালা৷’’
আরও পড়ুন: ৫০০ কিলো লাড্ডু, ৫ লাখ রসগোল্লা! আত্মবিশ্বাসে টইটম্বুর NDA, চলছে বিরাট প্রস্তুতি
বর্তমানে ১৯০ টি আসনে এগিয়ে রয়েছে এনডিএ জোট৷ আর ৫০টিতে আটকে তেজস্বী-রাহুলদের মহাগঠবন্ধন৷ অন্যান্যরা এগিয়ে ৪টিতে৷ এর মধ্যে বিজেপি এগিয়ে ৮৬, জেডি(ইউ) ৭৬, চিরাগ পাসোয়ানের দল এগিয়ে ২১টিতে৷ অন্যদিকে, আরজেডি এগিয়ে ৩৪টি আসনে, কংগ্রেস ৮টিতে এবং সিপিআইএমএল ৫টিতে৷
