TRENDING:

Giriraj Singh on West Bengal: ‘বিহার তো আমাদের, এবার বাংলার পালা,’ NDA জয়ের দিকে এগোতেই বঙ্গ নিয়ে বড় দাবি মন্ত্রী গিরিরাজের

Last Updated:

এদিন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহ বলেন, ‘‘যাঁরা এখনকার বিহারকে চেনেন, তাঁরা জানেন বিহার আর ‘জঙ্গল রাজ’ চায় না৷ বিহারের মানুষ আর অরাজকতা পছন্দ করেন না, না তাঁরা চান কোনও দুর্নীতিগ্রস্ত নেতার হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে৷’’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: বুথ ফেরত সমীক্ষার পূর্বাভাস মিলিয়ে দিয়ে বিহারে রীতিমতো আরাম করে, ধীরে সুস্থে ক্ষমতায় ফেরার দিকে ইঙ্গিত দিচ্ছে নীতীশ-মোদির এনডিএ জোট৷ আর ধীরে ধীরে বেলা যত গড়াচ্ছে ততই কমছে বিরোধী মহাগঠবন্ধন জোটের আসন সংখ্যা৷ বিহারের এমন পরিস্থিতির মাঝেই হঠাৎ বাংলা নিয়ে মন্তব্য করলেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহ৷ জানিয়ে দিলেন, বিহার তো হল, এবার তাঁদের ‘নেক্সট টার্গেট’ বেঙ্গল৷ প্রসঙ্গত, ২০২৬ সালেই পশ্চিমবঙ্গে পরবর্তী বিধানসভা নির্বাচন৷
News18
News18
advertisement

এদিন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহ বলেন, ‘‘যাঁরা এখনকার বিহারকে চেনেন, তাঁরা জানেন বিহার আর ‘জঙ্গল রাজ’ চায় না৷ বিহারের মানুষ আর অরাজকতা পছন্দ করেন না, না তাঁরা চান কোনও দুর্নীতিগ্রস্ত নেতার হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে৷’’

আরও পড়ুন: মধ্যরাতে বিস্ফোরণ! গুঁড়িয়ে গেল উমর নবির পুলওয়ামার বাড়ি, এলাকা ঘিরে ফেলল সেনা

advertisement

এরপরেই বিহারের বেগুসরাইয়ের বিজেপি সাংসদ গিরিরাজ দাবি করেন, ‘‘আমি ভোটের প্রথম দিন থেকে বলছি এনডিএ সরকার গড়বে এবং এখন প্রাথমিক ট্রেন্ডও তাই দেখা যাচ্ছে৷ রেজাল্ট সবাই দেখতে পাবে৷ আমি বলে দিচ্ছি, বিহারের জয় আমাদের৷ এবার বাংলার পালা৷’’

আরও পড়ুন: ৫০০ কিলো লাড্ডু, ৫ লাখ রসগোল্লা! আত্মবিশ্বাসে টইটম্বুর NDA, চলছে বিরাট প্রস্তুতি

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মঞ্চে উঠলেই দর্শকরা স্তব্ধ, মাত্র ১১ বছর বয়সেই কাঁপিয়ে দিচ্ছে পুরুলিয়ার খুদে 'তারকা'
আরও দেখুন

বর্তমানে ১৯০ টি আসনে এগিয়ে রয়েছে এনডিএ জোট৷ আর ৫০টিতে আটকে তেজস্বী-রাহুলদের মহাগঠবন্ধন৷ অন্যান্যরা এগিয়ে ৪টিতে৷ এর মধ্যে বিজেপি এগিয়ে ৮৬, জেডি(ইউ) ৭৬, চিরাগ পাসোয়ানের দল এগিয়ে ২১টিতে৷ অন্যদিকে, আরজেডি এগিয়ে ৩৪টি আসনে, কংগ্রেস ৮টিতে এবং সিপিআইএমএল ৫টিতে৷

বাংলা খবর/ খবর/দেশ/
Giriraj Singh on West Bengal: ‘বিহার তো আমাদের, এবার বাংলার পালা,’ NDA জয়ের দিকে এগোতেই বঙ্গ নিয়ে বড় দাবি মন্ত্রী গিরিরাজের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল