কংগ্রেসে এগিয়ে ২টি আসনে, আরজেডি এগিয়ে ২৩টি আসনে। বামেদের মধ্যে সিপিআইএমএল (লিবাশেন) এগিয়ে রয়েছে মাত্র ৩টি আসনে। এই ফল বজায় থাকলে ২০২০ সালের বিধানসভা ভোটের তুলনায় ১০টি আসন কমবে, সিপিএমের কমবে ১টি আসন।
আরও পড়ুন: গ্রেফতারিতে পদ হারাবেন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী! নয়া বিলের যৌথ প্যানেলে নেই কং-TMC-DMK
advertisement
প্রসঙ্গত, মহাগঠবন্ধনের হয়ে ২০টি আসনে লড়াই করেছিল সিপিআইএমএল (লিবাশেন), তার মধ্যে মাত্র ২টি আসনে এগিয়ে তারা। পাশাপাশি মাত্র ৪টি আসনে লড়ে ১টি আসনে এগিয়ে রয়েছে সিপিএম। ৯টি আসনে লড়ে এখনও কোনও আসন এগিয়ে নেই সিপিআই। গত ভোটে ১২টি আসনে জিতেছিল সিপিআইএমএল (লিবাশেন), ২টি আসনে জিতেছিল সিপিএম। সিপিআই গত বছর দুটি আসন পেলেও এবার এখনও দাঁত ফোটাতে পারেনি।
আরও পড়ুন: SIR ফর্ম বিলি করতে কোথায় কোথায় সমস্যা হচ্ছে? কত দিন লাগবে, রাতে বৈঠকে বসছে নির্বাচন কমিশন
বিধানসভা নির্বাচনের আগে বিহারে ‘ভোটার অধিকার যাত্রা’ করেছেন রাহুল গান্ধিরা। তবে এখনও পর্যন্ত গণনার যা আভাস, ইভিএমে তার প্রতিফলন ঘটেনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩টি আসনে এগিয়ে কংগ্রেস, আরজেডি এগিয়ে ২৩টি আসনে। প্রসঙ্গত, ১৪৩টি আসনে লড়েছে তেজস্বীর আরজেডি, ৬১টি আসনে লড়েছিল কংগ্রেস। অন্য দিকে, বামেরা এগিয়ে ৩টি আসনে।
