TRENDING:

Bihar Assembly Election 2025: মুখ্যমন্ত্রী নিয়ে বড় ঘোষণা! নীতীশ নিয়ে অবশেষে সিদ্ধান্ত, ‘কোনও আসন খালি থাকবে না’

Last Updated:

চলতি নির্বাচনে এনডিএ জোট জয়লাভ করলে কি নীতীশই মুখ্যমন্ত্রী থাকবেন, নাকি নতুন কোনও মুখ আনবে বিজেপি?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
News18
News18
advertisement

পটনা: অবশেষে মিলল সেই কঠিন প্রশ্নের উত্তর৷ যে প্রশ্নের উত্তর ঘিরে শুরু থেকেই ছিল ধোঁয়াশা৷ যে প্রশ্নে ভর করে বারবার নীতীশ কুমারের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে গিয়েছেন আরজেডি নেতা ও বিহার নির্বাচনে মহাগঠবন্ধন জোটের মুখ্যমন্ত্রীর মুখ তেজস্বী যাদব৷ এবার বিহারে পা রেখে ভাবী মুখ্যমন্ত্রীর সম্ভাব্য নাম নিয়ে রাখঢাক ঘুচিয়ে দিলেন অমিত শাহ৷ স্পষ্ট জানিয়ে দিলেন, রাজনীতিতে কোনও পদ ফাঁকা থাকে না৷ সে প্রধানমন্ত্রীর পদই হোক, কী মুখ্যমন্ত্রীর৷

advertisement

চলতি নির্বাচনে এনডিএ জোট জয়লাভ করলে কি নীতীশই মুখ্যমন্ত্রী থাকবেন, নাকি নতুন কোনও মুখ আনবে বিজেপি? এ নিয়ে শুরু থেকেই ছিল জল্পনা৷ এমনকি, সম্প্রতি বিহারে একটি জনসভায় বক্তৃতা করতে এসে বিহারে নীতীশ কুমারের নেতৃত্বের কথা উল্লেখ করে জেডি(ইউ) প্রধানের ভূয়সী প্রশংসা করলেও মুখ্যমন্ত্রীর মুখ প্রসঙ্গে করেননি কোনও স্পষ্ট মন্তব্য৷ সেই স্পষ্ট মন্তব্য এবার শোনা গেল অমিত শাহের মুখে৷

advertisement

আরও পড়ুন: খাস কলকাতায় উদ্ধার তাড়া তাড়া নোট…কোটি পার! গোনা চলছে এখনও, ইডি-র তল্লাশি তারাতলায়

এদিন বিহারে একটি জনসভায় বক্তৃতা করতে গিয়ে অমিত শাহ বলেন, ‘‘সিএম হোক কী পিএম কোনও সিট খালি নেই..এখানে নীতীশ কুমার আছেন, ওখানে প্রধানমন্ত্রী মোদি আছেন৷’’

advertisement

অমিত শাহ জানান, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পূরি ঠাকুরকে ভারতরত্নে ভূষিত করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিহারের ভাবমূর্তি আরও উজ্জ্বল করেছেন৷

আরও পড়ুন: ‘এতো স্পষ্ট ইঙ্গিত! বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাইছে…,’ কংগ্রেসকে তুলোধনা বিজেপির! ম্যাপে সেভেন-সিস্টারের পরে কী করে? উত্তর দিলেন গগৈ

advertisement

প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পূরী ঠাকুরের সমস্তিপুরের গ্রামে সম্প্রতি একটি প্রচারসভা করেছিলেন নরেন্দ্র মোদি। ওই প্রচার মঞ্চে মোদির সঙ্গে ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ প্রধান নীতীশ কুমার এবং কর্পূরীর পুত্র তথা বিহারের জেডিইউ মন্ত্রী রামনাথ ঠাকুর। ওই মঞ্চ থেকেই নীতীশের প্রশংসা করে মোদি বলেছিলেন, ‘‘নীতীশ কুমারের নেতৃত্বে বিধানসভা ভোটে জয়ের নতুন নজির গড়বে এনডিএ।’’

প্রায় দু’দশক ধরে বিহারে ক্ষমতায় রয়েছে এনডিএ। মাঝের কয়েকটা বছর শুধু বাদ৷ আর ভোটের জোট বদলে বারে বারে নীতীশই হয়েছেন মুখ্যমন্ত্রী। লোকসভা নির্বাচনের আগেও আচমকা এনডিএ ছেড়ে রাহুল-মমতা-তেজস্বীর ইন্ডিয়াতে ভিড়েছিলেন নেতাজিতারপরে, যেমন এসেছিলেন, তেমনই হঠাৎ করে ফিরে যান বিজেপি-র দলে৷

সেরা ভিডিও

আরও দেখুন
২২ হাঁড়ি, ২২ উনুনে জগদ্ধাত্রীর ভোগ! প্রসাদ নিতে ছুটে আসেন ভিন জেলার ভক্তরাও!
আরও দেখুন

বাংলা খবর/ খবর/দেশ/
Bihar Assembly Election 2025: মুখ্যমন্ত্রী নিয়ে বড় ঘোষণা! নীতীশ নিয়ে অবশেষে সিদ্ধান্ত, ‘কোনও আসন খালি থাকবে না’
Open in App
হোম
খবর
ফটো
লোকাল