Bangladesh National Anthem Controversy: ‘এতো স্পষ্ট ইঙ্গিত! বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাইছে...,’ কংগ্রেসকে তুলোধনা বিজেপির! ম্যাপে সেভেন-সিস্টারের পরে কী করে? উত্তর দিলেন গগৈ
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
বাংলার প্রাকৃতিক সৌন্দর্য, বাংলার মাটির সঙ্গে বাঙআলির নাড়ির টান উদযাপিত হয়েছে রবি ঠাকুরের এই রচনায়৷ এপাড়, ওপাড় দুই বাংলার মানুষের কাছেই এই গান বড় কাছের৷ অসমের শ্রীভূমি জেলা, যা আগে করিমগঞ্জ নামে পরিচিত ছিল, সেটি বাংলাদেশের সীমান্ত সংলগ্ন৷ বরাক উপত্যকার এই অংশটি বাঙালি অধ্যুষিত৷
গুয়াহাটি: অসম কংগ্রেসের জেলা পর্যায়ের একটি দলীয় বৈঠকে এক প্রবীণ কংগ্রেস নেতার গান গাওয়া নিয়ে এবার জোর বিতর্ক৷ সম্প্রতি অসমের শ্রীভূমি জেলার কংগ্রেস কার্যালয়ের একটি ভিডিও সামনে এসেছে৷ সেখানে দেখা যাচ্ছে বৈঠকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত ‘আমার সোনার বাংলা’ গানটি গাইছেন এক প্রবীণ কংগ্রেসকর্মী৷ সেই প্রসঙ্গ উল্লেখ করেই সোশ্যাল মিডিয়ায় কংগ্রেসের বিরুদ্ধে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছে বিজেপি৷ বিজেপি-র দাবি, কংগ্রেসের ‘বাংলাদেশ প্রীতি’ দেখার মতো৷ বিজেপি-র কথায়, যে বাংলাদেশ উত্তর-পূর্ব ভারতকে নিজের মানচিত্রের মধ্য ঢুকিয়ে ভারত বিরোধী বার্তা দিতে চায়, সে দেশেরই জাতীয় সঙ্গীত ভারতে বসে গাইছেন কংগ্রেসকর্মী৷
advertisement
গত ২৭ অক্টোবর অসমের শ্রীভূমি জেলার ইন্দিরা ভবনে তোলা ওই ভিডিয়োয় দেখা গিয়েছে, কংগ্রেস নেতা বিধুভূষণ দাস বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাইছেন৷ কংগ্রেস সেবাদলের কার্যকরী কমিটির মিটিংয়ে গানটি গাওয়া হয়েছিল বলে জানা গিয়েছে৷
advertisement
advertisement
সেই ভিডিয়ো কথা উল্লেখ করে বিজেপি বিধায়ক কৃষ্ণেন্দু পাল দাবি করেন, ‘কংগ্রেস সব সময় বাংলাদেশ ও বাংলাদেশিদের প্রতি সহানুভূতিশীল’৷
advertisement
Bangladesh’s national anthem “Amar Sonar Bangla” sung at a Congress meeting in Sribhumi, Assam – the same country that wants to separate the Northeast from India!
Now it’s clear why Congress, for decades, allowed and encouraged illegal Miya infiltration into Assam – to change… pic.twitter.com/dJNizO8F13
— Ashok Singhal (@TheAshokSinghal) October 28, 2025
advertisement
অসমের স্বাস্থ্যমন্ত্রী অশোক সিংহল ভিডিওটি শেয়ার করে লিখেছেন, “বাংলাদেশের জাতীয় সঙ্গীত “আমার সোনার বাংলা” অসমের শ্রীভূমিতে কংগ্রেসের সভায় গাওয়া হয়েছে – সেই দেশ যারা উত্তর-পূর্ব ভারতকে ভারতের থেকে আলাদা করতে চায়! সেই দেশের জাতীয় সঙ্গীত গাওয়া হয়েছে ভারতের মাটিতে দাঁড়িয়ে৷ এখন এটা স্পষ্ট যে, কংগ্রেস কেন কয়েক দশক ধরে অসমে অবৈধ অনুপ্রবেশের অনুমতি দিয়ে এসেছে এবং উৎসাহিত করেছে – ভোট-ব্যাঙ্কের রাজনীতির জন্য রাজ্যের জনসংখ্যা তথা ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে বড় পরিবর্তন এনে “বৃহত্তর বাংলাদেশ” তৈরি করতে চেয়েছে।
advertisement
অসম বিজেপির দাবি, ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে বাংলাদেশি বংশোদ্ভূতদের তোষণ করতেই কংগ্রেস এই গান গেয়েছে৷
advertisement
অন্যদিকে, একদম ভিন্ন ব্যাখ্যা উঠে এসেছে কংগ্রেসের তরফেও৷ কংগ্রেস সাংসদ গৌরব গগৈ পাল্টা বিজেপি-কে কটাক্ষ করে জানিয়েছেন, বিজেপি কোনও ঐতিহাসিক ও সাংস্কৃতিক আবেগ বোঝে না৷ তিনি বলেছেন, ‘‘বিধুভূষণ দাস, আমাদের দলের ৮০ বছরের প্রবীণ নেতা, রবীন্দ্রনাথ ঠাকুরের অসাধারণ সৃষ্টি ‘আমার সোনার বাংলা’ গানটি গেয়েছেন৷ দুর্ভাগ্যবশত বিজেপি-র সেল গানটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত, মুসলিম গোষ্ঠীর গান বলে বিরূপ প্রচার করছে৷ এই গানটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা৷ রবীন্দ্রনাথ একজন নোবেলজয়ী ও ভারতের মহান কবিদের মধ্যে অন্যতম৷ আমরা আমাদের যৌথ সাহিত্যগত ঐতিহ্য মেনে নিতে পারিনা৷ আমরা কেন বাংলা গান গাইতে পারব না?’’
প্রসঙ্গত, ‘আমার সোনার বাংলা’ গানটি ১৯০৫ সালে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় বাংলা বিভাজনের বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে রচনা করেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর৷ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সে সময় দ্রুত ছড়িয়ে পড়ে এবং ১৯১১ সালে তা রদ করতে বাধ্য হয় তৎকালীন ব্রিটিশ প্রশাসন৷ ১৯৭১ সালে পূর্ব পাকিস্তান পরিচয় ঘুচিয়ে বাংলাদেশ জন্ম নেওয়ার পরে সে দেশ রবি ঠাকুরের এই গানটিকে জাতীয় সঙ্গীত হিসাবে গ্রহণ করে৷ গানটি লেখআর প্রায় ৭০ দশক পরে৷
বাংলার প্রাকৃতিক সৌন্দর্য, বাংলার মাটির সঙ্গে বাঙআলির নাড়ির টান উদযাপিত হয়েছে রবি ঠাকুরের এই রচনায়৷ এপাড়, ওপাড় দুই বাংলার মানুষের কাছেই এই গান বড় কাছের৷ অসমের শ্রীভূমি জেলা, যা আগে করিমগঞ্জ নামে পরিচিত ছিল, সেটি বাংলাদেশের সীমান্ত সংলগ্ন৷ বরাক উপত্যকার এই অংশটি বাঙালি অধ্যুষিত৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Assam
First Published :
October 29, 2025 1:43 PM IST

