এদিন CJM-এর আদালতে মামলা দায়ের করেছেন সুধীর কুমার ওঝা নামের এক আইনজীবী৷ আগামী ১১ নভেম্বর মামলার শুনানি৷
আরও পড়ুন : ১ কোটি সরকারি চাকরি! সঙ্গে লখপতি দিদি! কী প্রতিশ্রুতি মোদি-নীতীশের NDA-র, এল ইস্তেহার
অভিযোগে দাবি করা হয়েছে, গত বুধবার মুজফ্ফরপুর এবং দ্বারভাঙায় জনসভা করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি৷ বলেছিলেন, ‘‘নরেন্দ্র মোদি যে কোনও নাটক করার জন্য প্রস্তুত থাকেন৷ একবার বলে দেখুন কোনও ভোটের মিছিলে, মি. প্রাইম মিনিস্টার, আপনি যদি নাচেন, আমরা ভোট দেব, উনি তখনই ভারত নাট্যম দেখিয়ে দেবেন৷’’
advertisement
রাহুলের এহেন মন্তব্য ঘিরেই তীব্র সমালোচনা হয় বিহারে তথা গোটা ভারতে৷ বৃহস্পতিবার বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরেও রাহুল গান্ধির বিরুদ্ধে তাঁর মন্তব্য ঘিরে লিখিত অভিযোগ দায়ের করেছে বিহার বিজেপি৷ রাহুলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার দাবি জানিয়েছে তারা৷
নির্বাচন কমিশন কো-অর্ডিনেশন ডিপার্টমেন্টের বিজেপি কনভেনার অভিযোগপত্রে লিখেছেন, ‘‘এই ধরনের মন্তব্য ব্যক্তিগত, উপহাসমূলক এবং ভারত প্রজাতন্ত্রের সর্বোচ্চ সাংবিধানিক পদের মর্যাদাকে অপমান করার উদ্দেশ্যে করা হয়েছে।’’ এমন মন্তব্য আদর্শ আচরণবিধি এবং জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫১ লঙ্ঘন করে প্রধানমন্ত্রীর সাংবিধানিক পদের অবমাননা বলে উল্লেখ করেছেন তিনি৷
বিজেপির অভিযোগ, রাহুল গান্ধি ‘নাটক’ শব্দ ব্যবহার করে ছট পুজোকেও অশ্রদ্ধা করেছে৷ বিজেপি দাবি করেছে, রাহুল ছট পুজোয় মোদির যমুনায় স্নান করাকে ‘নাটক’ বলে দেগে ছটপুজোর অপমান করেছেন৷

