TRENDING:

Bihar Assembly Election 2025: বিহারে ভোটপ্রচারে মোদিকে নিয়ে ‘মন্তব্যে’র জের! বড় বিপাকে রাহুল গান্ধি

Last Updated:

নির্বাচন কমিশন কো-অর্ডিনেশন ডিপার্টমেন্টের বিজেপি কনভেনার অভিযোগপত্রে লিখেছেন, ‘‘এই ধরনের মন্তব্য ব্যক্তিগত, উপহাসমূলক এবং ভারত প্রজাতন্ত্রের সর্বোচ্চ সাংবিধানিক পদের মর্যাদাকে অপমান করার উদ্দেশ্যে করা হয়েছে।’’ এমন মন্তব্য আদর্শ আচরণবিধি এবং জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫১ লঙ্ঘন করে প্রধানমন্ত্রীর সাংবিধানিক পদের অবমাননা বলে উল্লেখ করেছেন তিনি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুজফ্ফরপুর: বিহারে ভোটপ্রচারে গিয়ে করা মন্তব্য ঘিরে বিপাকে পড়লেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি৷ বিহারের মুজফফপুরের মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের কাছে বৃহস্পতিবার অভিযোগ দায়ের করা হয়েছে জনৈক আইনজীবীর তরফে৷ অভিযোগ, বিহারের সকরায় নির্বাচনী প্রচারে গিয়ে রাহুল গান্ধি দাবি করেছেন, নরেন্দ্র মোদি ‘ভোটের জন্য যা খুশি করতে পারেন, নাচতেও পারেন’৷
News18
News18
advertisement

এদিন CJM-এর আদালতে মামলা দায়ের করেছেন সুধীর কুমার ওঝা নামের এক আইনজীবী৷ আগামী ১১ নভেম্বর মামলার শুনানি৷

আরও পড়ুন : ১ কোটি সরকারি চাকরি! সঙ্গে লখপতি দিদি! কী প্রতিশ্রুতি মোদি-নীতীশের NDA-র, এল ইস্তেহার

অভিযোগে দাবি করা হয়েছে, গত বুধবার মুজফ্ফরপুর এবং দ্বারভাঙায় জনসভা করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি৷ বলেছিলেন, ‘‘নরেন্দ্র মোদি যে কোনও নাটক করার জন্য প্রস্তুত থাকেন৷ একবার বলে দেখুন কোনও ভোটের মিছিলে, মি. প্রাইম মিনিস্টার, আপনি যদি নাচেন, আমরা ভোট দেব, উনি তখনই ভারত নাট্যম দেখিয়ে দেবেন৷’’

advertisement

রাহুলের এহেন মন্তব্য ঘিরেই তীব্র সমালোচনা হয় বিহারে তথা গোটা ভারতে৷ বৃহস্পতিবার বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরেও রাহুল গান্ধির বিরুদ্ধে তাঁর মন্তব্য ঘিরে লিখিত অভিযোগ দায়ের করেছে বিহার বিজেপি৷ রাহুলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার দাবি জানিয়েছে তারা৷

আরও পড়ুন: অ্যাংজাইটির সঙ্গে টানা লড়াই…কান্নায় ভেজা গাল, কণ্ঠে কৃতজ্ঞতা! সবার সামনে জেমাইমা জানালেন নিজের সঙ্গে নিজের সেই যুদ্ধের কথা

advertisement

নির্বাচন কমিশন কো-অর্ডিনেশন ডিপার্টমেন্টের বিজেপি কনভেনার অভিযোগপত্রে লিখেছেন, ‘‘এই ধরনের মন্তব্য ব্যক্তিগত, উপহাসমূলক এবং ভারত প্রজাতন্ত্রের সর্বোচ্চ সাংবিধানিক পদের মর্যাদাকে অপমান করার উদ্দেশ্যে করা হয়েছে।’’ এমন মন্তব্য আদর্শ আচরণবিধি এবং জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫১ লঙ্ঘন করে প্রধানমন্ত্রীর সাংবিধানিক পদের অবমাননা বলে উল্লেখ করেছেন তিনি৷

সেরা ভিডিও

আরও দেখুন
নার্সিং পড়ুয়াদের জন্য দারুণ সুখবর! জয়নগরে খুলে গেল উন্নতমানের নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট
আরও দেখুন

বিজেপির অভিযোগ, রাহুল গান্ধি ‘নাটক’ শব্দ ব্যবহার করে ছট পুজোকেও অশ্রদ্ধা করেছে৷ বিজেপি দাবি করেছে, রাহুল ছট পুজোয় মোদির যমুনায় স্নান করাকে ‘নাটক’ বলে দেগে ছটপুজোর অপমান করেছেন৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Bihar Assembly Election 2025: বিহারে ভোটপ্রচারে মোদিকে নিয়ে ‘মন্তব্যে’র জের! বড় বিপাকে রাহুল গান্ধি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল