আগামিকালই অষ্টমবারের মতো মুখ্যমন্ত্রী হতে চলেছেন নীতীশ কুমার। এর আগে ৬ বার এনডিএ-তে থাকাকালীন মুখ্যমন্ত্রী হয়েছেন নীতীশ কুমার। এবং মহাজোটের সমর্থনে জেডিইউ-এর হাত ধরে এবার দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হতে চলেছেন নীতীশ কুমার। বিহারে বিজেপির সঙ্গে সম্পর্ক ত্যাগ করেই দ্রুত মহাজোটে মনোনিবেশ করেন নীতীশ কুমার। একবার ফের লালু পুত্র তেজস্বী যাদবকে নিয়ে সরকার গঠন করতে চলেছেন নীতীশ।
advertisement
আরও পড়ুন : 'একজন সাধারণ নাগরিক হিসেবে বলছি...', নীতীশ কুমার নিয়ে মুখ খুললেন প্রশান্ত কিশোর!
নীতীশ কুমার বিহারের রাজনৈতিক ময়দানকে এমন জায়গায় নিয়ে গিয়েছেন যে পাশা যাই হোক না কেন, তিনিই বাজিটি ধরেন। এবারও তেমন কিছু ঘটতে যাচ্ছে। এতদিন যাবৎ দেখা গিয়েছে বিজেপির সঙ্গে জোট হোক বা আরজেডির সঙ্গে, মুখ্যমন্ত্রী হয়েছিলেন কেবল নীতীশ কুমার। আবারও একই ঘটনা ঘটতে যাচ্ছে। হতে চলেছেন আগামী মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন : পাশা যাই হোক, 'বাজি' জিতবেন তিনিই! রাজ্যপালের সঙ্গে দেখা করে ইস্তফা দিলেন নীতীশ কুমার
প্রসঙ্গত, সাম্প্রতিক রাজনৈতিক নাটকের অবসান ঘটিয়ে নীতীশ কুমার মঙ্গলবার বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন। রাজ্যপাল ফাগু চৌহানের কাছে সাতটি দল এবং একটি স্বতন্ত্র দল থেকে সমর্থনের চিঠি জমা দিয়ে রাজ্যে একটি নতুন সরকার গঠনের দাবি করেছেন নীতিশ কুমার। আগামিকাল তাঁর নেতৃত্বেই গঠিত হতে চলেছে বিহারের নতুন সরকার।