মোট ১৩ কিলোমিটার দীর্ঘ মার্চ করে হাঁটছিলেন তাঁরা। গান্ধিকে রাস্তার দুপাশে অপেক্ষমাণ মানুষের সঙ্গে দেখা করতে থাকেন পদযাত্রার মধ্যেই। এক ঘণ্টার বেশি হাঁটার পর কংগ্রেস নেতা রাস্তার একটি হোটেল থেকে চা খাওয়ার জন্য বিরতি নেন। কংগ্রেসের গণসংযোগ কর্মসূচির ১১তম দিনের একটি ভিডিওতে, রাহুল গান্ধীকে আলাপ্পুঝা জেলার আম্বালাপুঝা শহরে যাত্রা চলাকালীন একটি ছোট মেয়েকে তাঁর জুতো পরাতে সাহায্য করতে দেখা যায়।
advertisement
আরও পড়ুন: বাগদত্তার গোপন ভিডিও ভাইরাল করায় খুন চিকিৎসক, বেঙ্গালুরুতে নারকীয় কাণ্ড
আরও পড়ুন: প্রকাশ্যে মহিলা ভক্তকে আবেগপূর্ণ চুম্বন! লাস ভেগাসে কনসার্টে ভাইরাল স্প্যানিশ গায়ক এনরিক, রইল ভিডিও
কংগ্রেসের মতে, যাত্রার সকালের অধিবেশন ওটাপ্পানায় পৌঁছানোর পরে শেষ হয়। সদস্যরা আলাপ্পুঝার নিকটবর্তী গ্রাম কারুভাট্টায় বিশ্রাম নেন। ৭.৫কিমি জুড়ে যাত্রা। সন্ধ্যে ৭টায় যাত্রা শেষ হয়।