মূল্য বৃদ্ধির সাম্প্রদায়িক সম্প্রীতি গণতন্ত্র রক্ষা এবং কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার করে বিরোধী নেতা সমাজ কর্মীদের হেনস্থা করার ইস্যুগুলি থাকবে এই পদযাত্রা কর্মসূচিতে। ৮০ বছর আগে আজকের দিনেই ব্রিটিশের বিরুদ্ধে ভারতছাড়ো আন্দোলনের ডাক দিয়েছিলেন মহাত্মা গান্ধি। আজকের দিনে সেই কারণে কেন্দ্রের মসনদ থেকে নরেন্দ্র মোদিকে হটাতে ভারত জোড়ো যাত্রা শুরু করতে চলেছে কংগ্রেস।
advertisement
আরও পড়ুন: অরুচি দূর করতে হঠাৎ হাজির জেলের ক্যান্টিনে, বের করলেন টাকা, পার্থর মুখে উঠল প্রাণপ্রিয় খাবার!
গতকাল রাতে ট্যুইটারে ভারত ছাড়ো আন্দোলনের ইতিহাস পড়ার অনুরোধ জানিয়েছেন কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম। ট্যুইটারে তিনি লিখেছেন, " দয়া করে একবার ভারতছাড়ো আন্দোলনের ইতিহাস পড়ে নিন। ১৯৪২ সালের ৯ আগস্ট সারা দেশ জুড়ে যে আন্দোলন শুরু হয়েছিল। কংগ্রেস দল নিষিদ্ধ হয়েছিল, নেতাদের গ্রেফতার করা হয়, দলের দপ্তরে তল্লাশি চালানো হয় এবং তহবিল বাজেয়াপ্ত করা হয়। তা সত্ত্বেও গোটা দেশে এই আন্দোলনের ঢেউ আছড়ে পড়েছিল।"
আরও পড়ুন: গরু পাচারে শুধু শাসক দলের নেতারাই যুক্ত নন, বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর!
তিনি আরও লিখেছেন, " এই আন্দোলনের পাঁচ বছর পর কংগ্রেসের নেতৃত্বে ভারতের স্বাধীনতা আসে। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হন জওহরলাল নেহেরু।" সেই সময় মহাত্মা গান্ধী এবং অন্যান্য কংগ্রেস নেতাদের ছবিসহ ভারত ছাড়ো আন্দোলনের ইতিহাসের বর্ণনা তুলে ধরেছেন পি চিদাম্বরম।
আর এক কংগ্রেস নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জয় রাম রমেশ টুইটারে লিখেছেন, "আপনারা কি মনে করেন, এই দিনে ৮০ বছর আগে যেদিন মহাত্মা গান্ধী ভারত ছাড়ো আন্দোলনের সূচনা করেছিলেন সেদিন আরএসএস কী করছিল? এই ব্যাপক আন্দোলনের থেকে নিজেদের দূরত্ব রেখেছিলেন তাঁরা। যখন গান্ধি, নেহেরু, প্যাটেল, আজাদ, প্রসাদ, পন্ত সহ অনেকে জেলে গিয়েছিলেন, যদিও তাতে অংশ নেননি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়।" প্রসঙ্গত উল্লেখ্য, বিজেপি দলের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়।