সম্প্রতি, একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে এক যুগল ট্রেন আসার জন্য অপেক্ষা করছে। এত পর্যন্ত সবটাই স্বাভাবিক। এরপরেই ওই যুগল একে অন্যের সঙ্গে ‘আপত্তিজনক’ ব্যবহার করতে শুরু করে। এই ভিডিও ঘিরেই নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে বিস্তর বাগযুদ্ধ।
বেঙ্গালুরু শহরের মাধভারা স্টেশনে তোলা এই ভিডিওতে দেখা যাচ্ছে আশেপাশে যাত্রীদের পরোয়া না করেই মহিলার সঙ্গে দাঁড়ানো তার পুরুষ বন্ধু ওই মহিলার জামার মধ্যে হাত ঢুকিয়ে দিচ্ছে। আর তাতেই নেটিজেনদের মধ্যে রাগের বহিঃপ্রকাশ দেখা যায়।
advertisement
অনেক ইন্টারনেট ব্যবহারকারীদের বলতে শোনা যায় ওই যুগলের প্রতি কঠোর পদক্ষেপ নিতে। আবার অনেকে এটাও লেখেন, ভালবাসা প্রদর্শন করা আর কদর্যতা প্রদর্শন করা দুটো এক হতে পারে না। তাই সবার প্রতি সম্মান প্রদর্শন করা উচিত।
এক ইন্টারনেট ব্যবহারকারী লেখেন, “জনসাধারণের মাঝে যখন আছেন তখন মহিলা, শিশু, বয়স্ক তাঁরা সবাই সব দেখতে পাচ্ছেন তাঁদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা উচিত।”