TRENDING:

Bengaluru Metro: লোকারণ্য বেঙ্গালুরু মেট্রো স্টেশন, বান্ধবীর সঙ্গে শরীরী খেলায় মত্ত তরুণ! ভিডিও ভাইরাল হতেই তোলপাড় নেটপাড়া

Last Updated:

যুগলদের প্রেমময় আবেদনের জন্য বারংবার সংবাদ শিরোনামে উঠে এসেছে রাজধানী দিল্লি মেট্রোর নানা ঘটনা। অনেকের কাছেই তা আপত্তিজনক পর্যায়ে ঠেকেছে। এবার নয়া সংযোজন হল আইটি হাব বলে পরিচিত বেঙ্গালুরু শহরে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বেঙ্গালুরু: যুগলদের প্রেমময় আবেদনের জন্য বারংবার সংবাদ শিরোনামে উঠে এসেছে রাজধানী দিল্লি মেট্রোর নানা ঘটনা। অনেকের কাছেই তা আপত্তিজনক পর্যায়ে ঠেকেছে। এবার নয়া সংযোজন হল আইটি হাব বলে পরিচিত বেঙ্গালুরু শহরে।
এই দৃশ্যই দেখা যায় বেঙ্গালুরু মেট্রো স্টেশনে। (ছবি- নিজস্ব)
এই দৃশ্যই দেখা যায় বেঙ্গালুরু মেট্রো স্টেশনে। (ছবি- নিজস্ব)
advertisement

সম্প্রতি, একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে এক যুগল ট্রেন আসার জন্য অপেক্ষা করছে। এত পর্যন্ত সবটাই স্বাভাবিক। এরপরেই ওই যুগল একে অন্যের সঙ্গে ‘আপত্তিজনক’ ব্যবহার করতে শুরু করে। এই ভিডিও ঘিরেই নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে বিস্তর বাগযুদ্ধ।

বেঙ্গালুরু শহরের মাধভারা স্টেশনে তোলা এই ভিডিওতে দেখা যাচ্ছে আশেপাশে যাত্রীদের পরোয়া না করেই মহিলার সঙ্গে দাঁড়ানো তার পুরুষ বন্ধু ওই মহিলার জামার মধ্যে হাত ঢুকিয়ে দিচ্ছে। আর তাতেই নেটিজেনদের মধ্যে রাগের বহিঃপ্রকাশ দেখা যায়।

advertisement

অনেক ইন্টারনেট ব্যবহারকারীদের বলতে শোনা যায় ওই যুগলের প্রতি কঠোর পদক্ষেপ নিতে। আবার অনেকে এটাও লেখেন, ভালবাসা প্রদর্শন করা আর কদর্যতা প্রদর্শন করা দুটো এক হতে পারে না। তাই সবার প্রতি সম্মান প্রদর্শন করা উচিত।

এক ইন্টারনেট ব্যবহারকারী লেখেন, “জনসাধারণের মাঝে যখন আছেন তখন মহিলা, শিশু, বয়স্ক তাঁরা সবাই সব দেখতে পাচ্ছেন তাঁদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা উচিত।”

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Bengaluru Metro: লোকারণ্য বেঙ্গালুরু মেট্রো স্টেশন, বান্ধবীর সঙ্গে শরীরী খেলায় মত্ত তরুণ! ভিডিও ভাইরাল হতেই তোলপাড় নেটপাড়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল