আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। সবাইকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার পর গ্রামে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। স্কুল পরিচালকের অবহেলার জন্য গ্রামবাসীরা ক্ষোভে ফুঁসছে। যদিও স্কুলের পক্ষ থেকে বলা হয়েছে, সব আহতদের চিকিৎসায় সবরকমভাবে সহায়তা করা হবে।
আরও পড়ুন: ২৭ বছর আগে পাকিস্তান গিয়ে নিখোঁজ ছেলে! সরকারি নথিতে সীতারাম ফিরলেও, এখনও অপেক্ষায় তার মা…
advertisement
ঘটনাটি ঘটেছে মেরঠের কিথোর থানা এলাকার ললিয়ানা গ্রামে। সেখানকার বাসিন্দা সলিম ও মুজিব একটি বাড়িতে পঞ্চম শ্রেণি পর্যন্ত একটি বেসরকারি স্কুল পরিচালনা করেন। স্কুলটিতে প্রায় দেড়শো ছাত্রছাত্রী পড়াশোনা করে।
কীভাবে হল ঘটনাটি? জানা গিয়েছে, বৃহস্পতিবার স্কুলে একটি সোলার প্যানেল বসানো হচ্ছিল। সেই সময় এক কারিগর কোনো কন্ট্রোলার ছাড়াই সরাসরি ব্যাটারি চালু করে দেয়। ফলে অতিরিক্ত চার্জিংয়ের কারণে ব্যাটারি ফেটে যায় এবং ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে।
আরও পড়ুন: চরম মর্মান্তিক ঘটনা, পিটিয়ে মারা হল বাঘ! কেটে নেওয়া হল তার চামড়া, কান, দাঁত, মাংস, কোথায় জানুন…
এই বিস্ফোরণে স্কুল চত্বরে থাকা শিশুদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অন্তত ছয়জনের বেশি ছাত্র ছাত্রী আহত হয়। স্থানীয়দের সহায়তায় স্কুল কর্তৃপক্ষ আহতদের কাছের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন তিনজন ছাত্রের অবস্থা অত্যন্ত সংকটজনক।
এই দুর্ঘটনার পর গোটা গ্রামে ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয়রা স্কুল প্রশাসনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছে। যদিও স্কুলের ম্যানেজার জানিয়েছেন, তিনি আহতদের চিকিৎসার সমস্ত খরচ বহন করবেন।