TRENDING:

আইনি লড়াইয়ে স্বস্তি বাঙালিদের! এখনই হঠাতে পারবে না দিল্লির বসন্তকুঞ্জ থেকে...তৃণমূল লিখল, ‘বড় জয়!’

Last Updated:

অভিযোগ, বেআইনিভাবে ওই এলাকায় বসবাস করছেন স্থানীয়রা। আদালতের সেই নির্দেশের ভিত্তিতেই এলাকায় উচ্ছেদ অভিযান শুরু করে দিল্লি পুলিশ। কিন্তু ওই এলাকার বাসিন্দারা পালটা আদালতের দ্বারস্থ হন। সেই মামলাতেই স্বস্তি পেলেন বাসিন্দারা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
News18
News18
advertisement

নয়াদিল্লি: অবশেষে মিলল খানিক স্বস্তি৷ নয়াদিল্লির বসন্তকুঞ্জে বাঙালি উচ্ছেদ অভিযানের উপরে স্থগিতাদেশ জারি করল দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট৷ দিল্লির বসন্ত কুঞ্জের জয় হিন্দ কলোনিতে বাংলাভাষীদের হেনস্থার বিরুদ্ধে আদালতের এই নির্দেশকে বড় জয় হিসাবে দেখছে তৃণমূল কংগ্রেস৷

advertisement

এদিন আদালতের নির্দেশের পরে তৃণমূলের তরফে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, ‘‘দিল্লির জয় হিন্দ কলোনি থেকে বাঙালিদের উচ্ছেদ অভিযানে স্থগিতাদেশ জারি করেছে পাটিয়ালা হাউজ কোর্ট৷ আমাদের ন্যায়ের লড়াইয়ের পথে এটা একটা বড় জয়৷’’ বাংলাভাষীদের এই ভাবে টার্গেট করে হেনস্থার করার বিরুদ্ধে এটা অত্যন্ত কড়া মনোভাবের পরিচয়

advertisement

দিল্লির বসন্তকুঞ্জের জয় হিন্দ কলোনি আসলে এক টুকরো বাঙালি পাড়া৷ সেখানেই উচ্ছেদের মুখে পড়েছেন বাঙালিরাবসন্তকুঞ্জের ওই এলাকার জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিবাদ। ২০২৪ সালে ওই এলাকা থেকে বাসিন্দাদের বিদ্যুৎ বন্ধের নির্দেশ দিয়েছিল দিল্লির এক আদালত।

advertisement

আরও পড়ুন: রাজধানীতেও বাঙালি বিদ্বেষ? কেটে দেওয়া হচ্ছে জলের লাইন..বিদ্যুৎ, সরব তৃণমূল সাংসদ জুন মালিয়া

অভিযোগ, বেআইনিভাবে ওই এলাকায় বসবাস করছেন স্থানীয়রা। আদালতের সেই নির্দেশের ভিত্তিতেই এলাকায় উচ্ছেদ অভিযান শুরু করে দিল্লি পুলিশ। কিন্তু ওই এলাকার বাসিন্দারা পালটা আদালতের দ্বারস্থ হন। সেই মামলাতেই স্বস্তি পেলেন বাসিন্দারা। আদালত জানিয়ে দিল, ওই এলাকায় আপাতত উচ্ছেদ অভিযান চালানো যাবে না। সোশাল মিডিয়া হ্যান্ডেলে সে খবর পোস্ট করে বিজেপিকে বিঁধেছে তৃণমূল কংগ্রেস।

advertisement

আরও পড়ুন: ধনখড়ের মতো ‘ভুল’…আর করবে না BJP! ‘নিজেদের লোক’কেই করছে পরবর্তী উপ-রাষ্ট্রপতি…এখন শুধু মোদির সিলমোহরের অপেক্ষা

ক’দিন আগে দিল্লিতে বাঙালি হেনস্থা নিয়ে সরব হয়েছিলেন স্বয়ং তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সম্প্রতি তৃণমূলের এক প্রতিনিধি দলও সেখানে পাঠিয়েছিলেন তিনি৷ সেখানে অবস্থানও করেন তাঁরা৷ বৃহস্পতিবার এ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠিও পাঠিয়েছেন তৃণমূল সাংসদ জুন মালিয়া

সেরা ভিডিও

আরও দেখুন
খাওয়া-দাওয়া, আড্ডা, এসব করতে গিয়ে মিস করেছেন প্রতিমা দর্শন? চিন্তা কীসের!
আরও দেখুন

বাংলা খবর/ খবর/দেশ/
আইনি লড়াইয়ে স্বস্তি বাঙালিদের! এখনই হঠাতে পারবে না দিল্লির বসন্তকুঞ্জ থেকে...তৃণমূল লিখল, ‘বড় জয়!’
Open in App
হোম
খবর
ফটো
লোকাল