যদিও এই নথির সত্যতা সম্পর্কে সরকারি তরফে এখনও কোনও বিবৃতি পাওয়া যায়নি৷ তবে, বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যও ওই নথিরই স্ক্রিন শট ‘ X ’ (সাবেক ট্যুইটার) সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে জানিয়েছেন, ৫৮ বছর আগে করা ‘অসাংবিধানিক’ একটা নিষেধাজ্ঞা অবশেষে তুলে নিল মোদি সরকার৷
আরও পড়ুন: পড়ে গেল শ্রাবণ মাস, তারকেশ্বর যেতে এবার আরও এক স্পেশাল লোকাল…উদ্যোগ রেলের
advertisement
কংগ্রেস সাধারণ সম্পাদক (সংযোগ) জয়রাম রমেশ ৯ জুলাই জারি করা একটি অফিস মেমরেন্ডাম সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন৷ নথিটি কেন্দ্রীয় কর্মিবর্গ, পাবলিক গ্রিভ্যান্স এবং পেনশন দফতরের৷ সেই নথি অনুযায়ী, এরপর থেকে আরএসএস-এর কোনও কাজে যোগ দিতে আর বাধা থাকবে না কোনও সরকারি কর্মীর৷
নথির ছবি শেয়ার করে পোস্টে জয়রাম রমেশ লিখেছেন, ‘গান্ধিজির হত্যার পরে সর্দার প্যাটেল ১৯৪৮ সালে আরএসএস-কে নিষিদ্ধ সংগঠন হিসাবে ঘোষণা করেছিলেন৷ তারপরে ভাল কার্যক্রমের আশ্বাসের উপর ভিত্তি করে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়৷ তারপরও কিন্কতু, নাগপুরে আরএসএস কোনওদিন জাতীয় পতাকা ওড়াইনি’৷
জয়রাম রমেশ জানিয়েছেন, তারপর ১৯৬৬ সালে সরকারি কর্মীদের আরএসএস-এর কাজে যুক্ত থাকার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করে কেন্দ্রীয় সরকার৷
তাঁর দাবি, গত ৪ জুনের (লোকসভা নির্বাচনের ফলাফল) পরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং আরএসএস-এর মধ্যে সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে৷ তার ঠিক পরেই ৯ জুলাই ৫৮ বছরের নিষেধাজ্ঞা তুলে নিল মোদির সরকার৷ যে নিষেধাজ্ঞা অটলবিহারী বাজপেয়ীর আমলেও বহাল ছিল৷ তাহলে কি আরএসএস-কে তুষ্ট করতেই মোদি সরকারের এই ছোট্ট উদ্যোগ?
জয়রাম রমেশ ১৯৬৬ সালে জারি হওয়া সেই নিষেধাজ্ঞা সংক্রান্ত নথিও একইসঙ্গে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন৷