বুদ্ধবাবুর এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে নিজের দলের নেতা গুলাম নবি আজাদকে ট্যুইটে কটাক্ষ করতে ছাড়েননি কংগ্রেস নেতা জয়রাম রমেশ ৷ তিনি ট্যুইট করেন, ‘‘সঠিক সিদ্ধান্ত ৷ উনি গোলাম নয়, আজাদ থাকতে চান (Jairam Ramesh Tweet) ৷ ’’
আরও পড়ুন-বাবা হলেন যুবরাজ সিং, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন খুশির খবর
advertisement
প্রজাতন্ত্র দিবসের আগের দিন প্রথামতোই পদ্ম পুরস্কার প্রাপকদের তালিকা প্রকাশিত হয়েছে ৷ পদ্মভূষণ প্রাপকদের তালিকায় নাম রয়েছে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ও জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী গুলাম নবি আজাদেরও।
কংগ্রেসের প্রবীণ নেতা তথা জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী গুলাম নবি আজাদকেও পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হবে বলে ঘোষণা করেছে কেন্দ্র ৷ যে ২৩ জন বিক্ষুব্ধ কংগ্রেস নেতা দলের কেন্দ্রীয় নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলে সংগঠনকে ঢেলে সাজানোর দাবি জানিয়েছিলেন, সেই দলে ছিলেন গুলাম নবি আজাদও ৷ বুদ্ধদেব ভট্টাচার্যের পদ্ম পুরস্কার প্রত্যাখ্যানের প্রশংসা করতে গিয়ে রমেশ যে বাছাই করা শব্দের ব্যবহার করেছেন, তাতেই কার্যত স্পষ্ট তিনি আসলে কী বলতে চেয়েছেন ৷ রাজনৈতিক মহলের ব্যাখ্যা, বুদ্ধদেব ভট্টাচার্যকে প্রশংসা করার পাশাপাশি গুলাম নবি আজাদকে পদ্ম পুরস্কার গ্রহণের জন্য বিঁধতে চেয়েছেন জয়রাম রমেশ ৷