রাম মন্দির উদ্বোধন লাইভ । Ram Mandir Inauguration LIVE Updates
সূচি অনুযায়ী বৃহস্পতিবার হল ভূমি এবং বরুণ পুজো। ২২ জানুয়ারি নবনির্মিত রাম মন্দিরের উদ্বোধন এবং রামলালার প্রাণপ্রতিষ্ঠা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে। বুধবার গণেশ পুজোর মাধ্যমে শুরু হয়েছে ঔপচারিক অনুষ্ঠানের কাজ। শুক্রবার সকালে অযোধ্যার নতুন রাম মন্দিরে ফের গণেশ পুজো হয়।
advertisement
আরও পড়ুন: রাম মন্দির উদ্বোধনের দিন কি পশ্চিমবঙ্গেও সরকারি ছুটি? চিঠি পৌঁছল মমতার কাছে! মিলবে সাড়া?
রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে নতুন রূপে সেজে উঠেছে অযোধ্যা। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রাম মন্দিরের উদ্বোধনের আগে নিরপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে গোটা চত্বর। দেশ এবং বিদেশের ভিভিআইপিদের জন্য ইতিমধ্যেই প্রয়োজনীয় নিরাপত্তা সুনিশ্চিত করেছে উত্তর প্রদেশের পুলিশ।
আরও পড়ুন: রাম মন্দিরের উদ্বোধন সোমবার, সরকারি অফিসের মতো ব্যাঙ্কেও কি ছুটি ২২ জানুয়ারি? বড় খবর
মোতায়েন করা হয়েছে প্রধানমন্ত্রীর বিশেষ নিরাপত্তা বাহিনীও। প্রশাসনের তরফে স্পষ্ট নির্দেশ, রাম মন্দির ট্রাস্টের তরফে নিমন্ত্রণ না পাওয়া কোনও ব্যক্তিই উদ্বোধনের দিন অযোধ্যায় থাকতে পারবেন না। যাঁদের বৈধ আমন্ত্রণপত্র নেই, তাঁদের হোটেল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।