আরও পড়ুন: সদ্যোজাত ও স্ত্রীকে নিয়ে বাড়ি ফেরার স্বপ্ন চুরমার! বউয়ের মরদেহ কাঁধে তুলে দাহ করতে যেতে হয় রাজপালকে
অবন্তিকা এক্সপ্রেসের এক যাত্রী এই ঘটনার ভিডিও করে পোস্ট করেছেন ট্যুইটারে। ভিডিওতে দেখা যাচ্ছে, এসি টু টিয়ারে ছাদ ফুটো হয়ে বৃষ্টির জল ঝরঝর করে পড়ছে কামরার ভিতরে। দেখা যাচ্ছে একজন বৃদ্ধ কোনওমতে মাথা বাঁচিয়ে নীচের সিটে বসে রয়েছেন। ট্রেনের মেঝেতে জল জমে গিয়েছে।
advertisement
নেটিজেনরা মস্করা করে লিখছেন, ‘ভারতীয় রেল নতুন এক ধরনের কোচ চালু করেছে, যেখানে ওপেন শাওয়ার পাওয়া যাবে। স্নানের জন্য শ্যাম্পু ও সাবান সরবরাহ করার ভাবনাচিন্তাও শুরু হয়েছে।’ কারও বিক্ষোভ, ‘এসি টু টিয়ারের জন্য দামি টিকিট কেটে যাত্রীদের এমন অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে!’
এই ঘটনার কয়েক ঘণ্টা পর পশ্চিম রেলওয়ের তরফে একটি বিবৃতি জারি করা হয়। বলা হয়, সমস্যাটিতে নজর দেওয়া হয়েছে এবং অবন্তিকা এক্সপ্রেসের সমস্ত কোচ পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হয়েছে। ‘ট্রেনটি ইতিমধ্যে ফিরতি পথ নিয়েছে। এখন এই ধরনের কোনও সমস্যা নেই। যাত্রীদের সুবিধাই সর্বোচ্চ অগ্রাধিকার পায়। পশ্চিম রেল যাত্রীদের অভিযোগের সমাধান করতে কোনও খামতি রাখে না।’