TRENDING:

Avantika Express Disaster : ট্রেনের ছাদ থেকে ঝরঝর করে এ কী পড়ছে! অবন্তিকা এক্সপ্রেসের ভিডিও দেখে আঁতকে উঠল নেটপাড়া

Last Updated:

Avantika Express Disaster : এসি টু টিয়ারে ছাদ ফুটো হয়ে বৃষ্টির জল ঝরঝর করে পড়ছে কামরার ভিতরে। দেখা যাচ্ছে একজন বৃদ্ধ কোনওমতে মাথা বাঁচিয়ে নীচের সিটে বসে রয়েছেন। ট্রেনের মেঝেতে জল জমে গিয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অবন্তিকা এক্সপ্রেসের ভিতরে ভয়াবহ অবস্থা! ট্রেনের ছাদ ফুটো হয়ে ঝরঝর করে জল পড়ে যাচ্ছে। ট্রেনের কামরার মধ্যে যেন শাওয়ার চালিয়ে রাখা হয়েছে। ভিডিও ভাইরাল হতেই হইহই পড়ে গিয়েছে নেটদুনিয়ায়। এসি টু টিয়ার কামরাতে এমন অবস্থা হতে পারে, কল্পনাও করতে পারছেন না কেউ। আর সেখান থেকেই শুরু ভারতীয় রেলকে কটাক্ষ।
ট্রেনের ছাদ থেকে ঝরঝর করে এ কী পড়ছে! অবন্তিকা এক্সপ্রেসের ভিডিওয়ে আঁতকে নেটিজেনরা
ট্রেনের ছাদ থেকে ঝরঝর করে এ কী পড়ছে! অবন্তিকা এক্সপ্রেসের ভিডিওয়ে আঁতকে নেটিজেনরা
advertisement

আরও পড়ুন: সদ্যোজাত ও স্ত্রীকে নিয়ে বাড়ি ফেরার স্বপ্ন চুরমার! বউয়ের মরদেহ কাঁধে তুলে দাহ করতে যেতে হয় রাজপালকে

অবন্তিকা এক্সপ্রেসের এক যাত্রী এই ঘটনার ভিডিও করে পোস্ট করেছেন ট্যুইটারে। ভিডিওতে দেখা যাচ্ছে, এসি টু টিয়ারে ছাদ ফুটো হয়ে বৃষ্টির জল ঝরঝর করে পড়ছে কামরার ভিতরে। দেখা যাচ্ছে একজন বৃদ্ধ কোনওমতে মাথা বাঁচিয়ে নীচের সিটে বসে রয়েছেন। ট্রেনের মেঝেতে জল জমে গিয়েছে।

advertisement

নেটিজেনরা মস্করা করে লিখছেন, ‘ভারতীয় রেল নতুন এক ধরনের কোচ চালু করেছে, যেখানে ওপেন শাওয়ার পাওয়া যাবে। স্নানের জন্য শ্যাম্পু ও সাবান সরবরাহ করার ভাবনাচিন্তাও শুরু হয়েছে।’ কারও বিক্ষোভ, ‘এসি টু টিয়ারের জন্য দামি টিকিট কেটে যাত্রীদের এমন অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে!’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

এই ঘটনার কয়েক ঘণ্টা পর পশ্চিম রেলওয়ের তরফে একটি বিবৃতি জারি করা হয়। বলা হয়, সমস্যাটিতে নজর দেওয়া হয়েছে এবং অবন্তিকা এক্সপ্রেসের সমস্ত কোচ পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হয়েছে। ‘ট্রেনটি ইতিমধ্যে ফিরতি পথ নিয়েছে। এখন এই ধরনের কোনও সমস্যা নেই। যাত্রীদের সুবিধাই সর্বোচ্চ অগ্রাধিকার পায়। পশ্চিম রেল যাত্রীদের অভিযোগের সমাধান করতে কোনও খামতি রাখে না।’

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Avantika Express Disaster : ট্রেনের ছাদ থেকে ঝরঝর করে এ কী পড়ছে! অবন্তিকা এক্সপ্রেসের ভিডিও দেখে আঁতকে উঠল নেটপাড়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল