এই সময় যারা ভারতে এসেছেন বেড়াতে তাদেরকেও ফিরতে বারণ করেছে অস্ট্রেলিয়ার সরকার। এমকি যাদের ওই দেশে বাড়ি রয়েছে, যারা নাগরিক ওখানকার তারাও যদি ১৪ দিনের মধ্যে ভারতে এসে থাকেন তবে তাঁদেরকেও এই আইনের আওতায় আনা হবে। কেউ ফিরতে পারবেন না দেশে এখন। এই ভয়াবহ সময়ে অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্ত অবাক করে বইকি। এতে বহু মানুষ অসুবিধায় পড়েছেন। ভারতের বহু মানুষ ওই দেশের নাগিরকত্ব নিয়েছেন। তারা এই সময়কালে ভারতে এসে থাকলে সত্যিই বিপদের মুখে পড়লেন।
advertisement
প্রতিদিন যে হারে ভারতে কোভিড সংক্রমণ বেড়ে চলেছে তা বিশ্বের কাছেও আতঙ্কের বটে। এই সময় সকলেই চাইবে নিজের দেশকে সুরক্ষিত রাখতে। কোভিডের প্রথম ধাক্কা অনেক দেশ সামলিয়ে উঠেছে। কিন্তু ফের দ্বিতীয় ঢেউ আতঙ্ক তৈরি করছে। নিজের দেশে যে সমস্ত মানুষ রয়েছে তাঁদের প্রাণ রক্ষা ও কোভিডকে আটকাতেই এই সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার সরকারের।