TRENDING:

১৪ মিনিট যোগযোগ বিচ্ছিন্ন বিদেশমন্ত্রীর বিমান, অল্পের জন্য রেহাই বড়সড় দুর্ঘটনার হাত থেকে

Last Updated:

বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ৷ বিদেশমন্ত্রী এই মুহূর্তে মরিশাস ও দক্ষিণ আফ্রিকা সফরে আছেন ৷ শনিবার মরিশাসে যাওয়ার সময়ে তাঁর বিমানের সঙ্গে এয়ার ট্রাফিক কন্টোল বা এটিসির প্রায় ১৪ মিনিট যোগাযোগ বিচ্ছিন্ন ছিল ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মরিশাস: বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ৷ বিদেশমন্ত্রী এই মুহূর্তে মরিশাস ও দক্ষিণ আফ্রিকা সফরে আছেন ৷ শনিবার মরিশাসে যাওয়ার সময়ে তাঁর বিমানের সঙ্গে এয়ার ট্রাফিক কন্টোল বা এটিসির প্রায় ১৪ মিনিট যোগাযোগ বিচ্ছিন্ন ছিল ৷ তবে এটিসির পক্ষ থেকে জানানো হয়েছে সাময়িক ঘটনা ঘটলেও দ্রুত মন্ত্রীর বিমানের সঙ্গে পুনরায় যোগাযোগ সম্ভব হয়েছে ৷
advertisement

ছবি সৌজন্যে ট্যুইটার ৷

আরও পড়ুন : পরমাণু শক্তি সম্পন্ন মিসাইল অগ্নি ৫ এর সফল পরীক্ষণ

এয়ারপোর্ট অথোরিটির পক্ষ থেকে জানানো হয়েছে ৩০ মিনিট যদি যোগাযোগ বিচ্ছিন্ন থাকলেই হাই অ্যালার্ট জারি করা হয় সাধারণত কিন্তু ভিভিআইপির ক্ষেত্রে ১৪ মিনিটেই হাই অ্যালার্ট জারি করা হয়েছে ৷ দেখার বিষয় পাইলট মরিশাসে থাকা সত্ত্বেও কী ভাবে এটিসির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন সেটাই আশ্চর্যের ৷

advertisement

ছবি সৌজন্যে ট্যুইটার ৷

বিমান নম্বর আইএফসি ৩১ বিমানে ছিলেন মন্ত্রী ৷ তবে বিদেশমন্ত্রক সূত্রে এই বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷ প্রতিটি বিমানে বিশেষ সাংকেতিক চিহ্ন থাকে যার সঙ্গে বিমানের যোগাযোগ রাখার কাজটি করে থাকে ৷ অ্যালার্মের মাধ্যমে বিভিন্ন বার্তা আসে তারপরেই সংযোগ স্থাপিত হয়েছে মন্ত্রীর বিমানের সঙ্গে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

এটিসির তরফ থেকে জানানো হয়েছে এমন কোন হয়েছে তাঁরা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ ৷

বাংলা খবর/ খবর/দেশ/
১৪ মিনিট যোগযোগ বিচ্ছিন্ন বিদেশমন্ত্রীর বিমান, অল্পের জন্য রেহাই বড়সড় দুর্ঘটনার হাত থেকে