শনিবার ভোর বেলা ধানবাদ জেলার ব্যাঙ্ক মোড়ের সামনে এক বেসরকারি হাসপাতালে হঠাৎই আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকলের একাধিক ইঞ্জিন। কিন্তু যতক্ষণে দমকল কর্মীরা আগুন নেভাতে সক্ষম হন ততক্ষণে অনেকটাই দেরি হয়ে যায়। হাসপাতালে থাকা চিকিৎসক দম্পতি-সহ অন্তত ৬ জনের মৃত্যু হয় ঘটনাস্থলেই।
প্রয়াত দম্পতির নাম ড. বিকাশ হাজরা এবং ড. প্রেমা হাজরা। বাকি নয় জনকে হাসপাতাল থেকে উদ্ধার করা হয়েছে। চিকিৎসা চলছে অনেকের।
advertisement
আরও পড়ুন: কাজ খুঁজতে গিয়ে সাফ হয়ে যাচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ইন্টারনেটে-র জালে চিনা ওয়েবসাইটের পর্দাফাঁস
আরও পড়ুন: নির্মলা-ভাষণে থাকতে পারে উদ্ভাবনী প্রযুক্তির উল্লেখ! বাজেটে কী চায় কৃষি ক্ষেত্র, দেখে নিন এক নজরে!
আগুন লাগার ফলে বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে মৃত্যু হয় এই ৬ জনের। অসুস্থ হন হাসপাতালে থাকা আরও বেশ কয়েকজনের। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ধানবাদ জেলা প্রশাসনের আধিকারিকরা। ঠিক কী কারনে এই আগুন লাগাল, তা খতিয়ে দেখছেন দমকল কর্মীরা। অন্যদিকে হাসপাতালে অগ্নি নির্বাপক ব্যবস্থা কেমন ছিল তাও তদন্ত করে দেখা হচ্ছে।
Dipak Sharma