অন্যদিকে, মধ্যপ্রদেশের মোরেনা জেলার দিমানি বিধানসভা কেন্দ্র সবথেকে বেশি উত্তপ্ত হয়েছে এদিন। কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমর এই আসনের প্রার্থী। এদিন দুই গোষ্ঠীর মধ্যে পাথর ছোঁড়াছুড়ি হয়। ইতিমধ্যে বেশ কিছু ভিডিও সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে দুই গোষ্ঠীর সমর্থকরা একে অপরের উদ্দেশ্যে পাথর ছুঁড়ছেন। দিমানি বিধানসভার ১৪৮ নম্বর বুথে এদিন অশান্তি শুরু হয়। পরে বিপুল সংখ্যক পুলিশ সেই এলাকায় পৌঁছায়। পরিস্থিতি আপাতত থমথমে রয়েছে।
advertisement
আরও পড়ুন, পদত্যাগ পত্র পাঠিয়েছিলেন আগেই! আজ রাজভবনে রাজ্যপাল সাক্ষাতে অ্যাডভোকেট জেনারেল
আরও পড়ুন, ডিসেম্বরে ব্রিগেডে বিরাট সমাবেশ! আসবেন নরেন্দ্র মোদি? হবে লক্ষ কন্ঠে গীতা পাঠ
প্রসঙ্গত, হেভিওয়েট এই আসন প্রথম থেকেই নজরে রয়েছে। কারণ, খোদ কেন্দ্রীয় মন্ত্রী এই বিধানসভার প্রার্থী। এদিন সংঘর্ষের ঘটনা নিয়ে পুলিশ পরে জানায়, সংঘর্ষের খবর পাওয়ার পরেই পুলিশ সেখানে পৌঁছায়। একজন আহত হয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
অন্যদিকে, ছত্তিশগড়ে ৭০টি কেন্দ্রে ভোট চলছে। প্রথম দফায় একাধিক মাও হামলা খবর সামনে এসেছিল। দ্বিতীয় দফাতেও রক্তাক্ত হল ছত্তিশগড়। বুথে বুথে কড়া নিরাপত্তা রয়েছে। মাও অধ্যুষিত এলাকাগুলিতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে।