এই অ্যাপে পোলিং সংক্রান্ত যাবতীয় তথ্য আপলোড করতে হবে। একই সঙ্গে স্পর্শকাতর বুথগুলিতে নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। প্রায় ১৭ হাজার স্পর্শকাতর ভোট কেন্দ্র রয়েছে। ওয়েবকাস্টিংয়ের মাধ্যমে অর্ধেক ভোটকেন্দ্র পর্যবেক্ষণ করা হবে বলে খবর।
আরও পড়ুন, সুগার ৩৫০, কিডনির রোগ থার্ড স্টেজ! জেলে একী অবস্থা জ্যোতিপ্রিয়র.. আবারও কি হাসপাতালে?
advertisement
আরও পড়ুন, সিনেমার শ্যুটিং ভেবেছিলাম… ভক্তকে মারধরের ভিডিও ভাইরালের পর বিস্ফোরক দাবি নানা পটেকরের!
মধ্যপ্রদেশে মোট বিধানসভা কেন্দ্র ২৩০টি। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন ২,৫৩৩ জন। আটার বিধানসভায় সবচেয়ে বেশি প্রার্থী রয়েছেন।
স্পর্শকাতর ভোটকেন্দ্রর সংখ্যা ১৭ হাজার ৩২টি। ৩৭১টি বুথ যুবকদের দ্বারা পরিচালিত হবে। ৬০টি গ্রিন বুথ করা হয়েছে।
অন্যদিকে, মধ্যপ্রদেশের পাশাপাশি ছত্তিশগড়ের ৭০টি কেন্দ্রে দ্বিতীয় দফার ভোট হতে চলেছে। প্রথম দফার নির্বাচনে উত্তপ্ত হয়েছিল এই রাজ্য। মাও অধ্যুষিত এলাকাগুলি থেকে একাধিকবার হামলার খবর এসেছিল। বেশ কয়েকজন আহত হয়েছিলেন। দ্বিতীয় দফার নির্বাচনের জন্য ছত্তিশগড়ে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।